ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

টিভি ব্যক্তিত্ব স্টিভ আরউইনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
টিভি ব্যক্তিত্ব স্টিভ আরউইনের জন্ম টিভি ব্যক্তিত্ব স্টিভ আরউইনের জন্ম। ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার। ১০ ফাল্গুন, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৬৩২- গ্যালিলিও গ্যালিলির ‘ডায়ালগ কনসার্নিং দ্য টু চিফ ওয়ার্ল্ড সিস্টেমস’ প্রকাশিত হয়।
১৮৫৩- এলিয়ট সেমিনারি হিসেবে ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেইন্ট লুইস প্রতিষ্ঠিত।
১৮৫৫- ফার্মা‌র্স হাই স্কুল হিসেবে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত।
১৮৬২- জেফারসন ডেভিস আনুষ্ঠানিকভাবে কনফেডারেট স্টেটস অব আমেরিকার রাষ্ট্রপতি হন।  
১৯২৪- প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ হোয়াইট হাউস থেকে রেডিওতে বক্তব্য রাখেন।
১৯৫৮- মিশর ও সিরিয়া যুক্ত হয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠন করে।
১৯৭৯- সেন্ট লুসিয়া যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয়।

জন্ম
১৭৩২- যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন।
১৮০৬- পোলিশ ইতিহাসবিদ ও দার্শনিক জোসেফ ক্রেমার।
১৮৪০- জার্মান তাত্ত্বিক ও রাজনীতিবিদ অগাস্ট বেবেল।
১৮৪৯- রুশ গণিতবিদ ও একাডেমিক নিকোলাই ইয়াকোভলেভিচ সনিন।
১৯৫৫- বাংলাদেশি শিশুসাহিত্যিক, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও একুশে পদক বিজয়ী গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।
১৮৫৭- জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিখ হার্টস।
১৮৬৩- আমেরিকান ইতিহাসবিদ, লেখক ও একাডেমিক চার্লস ম্যাকলিয়ান এন্ড্রজ।
১৯০০- স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক লুইস বুনুয়েল।
১৯৬২- অস্ট্রেলিয়ান প্রকৃতিবাদী ও টেলিভিশন ব্যক্তিত্ব স্টিভ আরউইন।

তিনি বিশ্বব্যাপী প্রচারিত ‘ক্রোকোডাইল হান্টার’ নামে এক টেলিভিশন প্রামাণ্য চিত্রের জন্য বিখ্যাত। বিশ্বের প্রাণী সংরক্ষণ এবং অস্ট্রেলিয়ায় পর্যটনে অবদান রাখার জন্য ২০০১ সালে তাকে সেন্টেনারি মেডেলে ভূষিত করা হয়। তিনি বিপন্ন প্রাণী সংরক্ষণ এবং বৃক্ষ নিধনের মাধ্যমে প্রাণীদের আবাস ধ্বংস রোধে গোটা জীবত অতিবাহিত করেছেন। ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর গ্রেট ব্যারিয়ার রিফে ডুব-সাঁতার দেওয়ার সময় একটি স্টিংরে তার বুকে হুল ফোটালে তিনি মারা যান।

১৯৪৩- জনপ্রিয় সুরকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

মৃত্যু
১৬২৭- ডাচ অভিযাত্রী অলিভিয়ার ভ্যান নুর্ট।
১৮১৬- স্কটিশ ইতিহাসবিদ ও দার্শনিক অ্যাডাম ফার্গুসন।
১৯০৩- অস্ট্রিয়ান সুরকার হুগো উলফ।
১৯০৪- ব্রিটিশ লেখক ও সমালোচক লেসলি স্টিফেন।
১৯৪৪- মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধী।
১৯৫৮- ভারতীয় পণ্ডিত, স্বাধীনতা আন্দোলন কর্মী, রাজনীতিবিদ, দেশের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ।
২০০৭- মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ও কোচ ডেনিস জনসন।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।