ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

প্রথমবারের মতো ঢাকায় ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, মার্চ ২, ২০২১
প্রথমবারের মতো ঢাকায় ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথমবারের মতো ঢাকায় ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

মঙ্গলবার, ২ মার্চ ২০২১, ১৭ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ১৭ রজব ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১৫২৫: হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ওসমানীয় সেনারা দখল করে নেয়।

১৮০১: স্পেন ও পর্তুগালের মধ্যে ‘কমলন যুদ্ধ’ শুরু।

১৮৯৬: ফরাসী পদার্থবিজ্ঞানী অ্যান্টনি হেননি বেকুইরেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন।

১৯৪২: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ম্যানিলা দখল করে।

১৯৪৪: নেপলসে ট্রেন দুর্ঘটনায় ৫২১ জনের মৃত্যু।

১৯৪৮: সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত।

১৯৫৬: মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ফিরে পায়।

১৯৭১: প্রথমবারের মতো ঢাকায় ওড়ে মানচিত্রখচিত স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা।

১৯৭১ সালের ২ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিশাল এক সমাবেশ হয়। এ সমাবেশে ছাত্রনেতা আ.স.ম. আবদুর রব বক্তব্য রাখার সময় নগর ছাত্রলীগ নেতা শেখ জাহিদ হোসেন একটি বাঁশের মাথায় পতাকা বেঁধে রোকেয়া হলের দিক থেকে মঞ্চস্থলে মিছিল নিয়ে এগিয়ে আসেন। তখন বাংলাদেশের মানচিত্রখচিত ওই পতাকা প্রথমবারের মতো উত্তোলন করেন আ.স.ম. আবদুর রব। তিনি সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

শিবনারায়ণ দাশ বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল ডিজাইনার। পূর্ব পাকিস্তানের চিহ্ন চাঁদ তারা ব্যবহার না করার জন্য নতুন এ প্রতীক তৈরি করা হয়েছিল। বাংলাদেশের সবুজ প্রকৃতি বোঝাতে পতাকায় সবুজ রঙ ব্যবহার করা হয়েছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৩ মার্চ তার বাসভবনে, স্বাধীনতা ঘোষণার প্রাক্কালে পতাকা উত্তোলন করেছিলেন। পরে ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ণ দাশের ডিজাইন করা পতাকার মধ্যে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রঙ ও তার ব্যাখ্যা সম্বলিত একটি প্রতিবেদন দিতে বলে পটুয়া কামরুল হাসানকে। কামরুল হাসানের করা পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা।

১৯৭২: বাংলাদেশকে স্বীকৃতি দেয় গাম্বিয়া।

১৯৮৫: আরব লিগ প্রতিষ্ঠিত হয়।

১৯৯১: শ্রীলংকায় বোমা বিস্ফোরণে উপপ্রতিরক্ষামন্ত্রী বিজয়সহ ২৯ জন নিহত হন।

জন্ম

১৭৬০: ক্যামিল ডেস্মউলিন্স, ফরাসি সাংবাদিক ও রাজনীতিবিদ

১৮৮১: অতুলচন্দ্র ঘোষ, ভারতের স্বাধীনতা সংগ্রামী, লোকসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ও পুরুলিয়া জেলার বঙ্গভুক্তি আন্দোলনের মুখ্যস্থপতি

১৮৯৮: মোহাম্মদ বরকত উল্লাহ, সাহিত্যিক

১৯২৩: রিচার্ড উইলিয়াম টিম, রামোন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী ও শিক্ষাবিদ

১৯৩১: মিখাইল গর্বাচেভ, নোবেল পুরস্কার বিজয়ী সোভিয়েত আইনজীবী ও রাজনীতিবিদ ও সাবেক প্রেসিডেন্ট

১৯৪২: মীর হোসেইন মুসাভি, ইরানীয় স্থপতি, রাজনীতিবিদ ও ৭৯তম প্রধানমন্ত্রী

১৯৬২: জন ফ্রান্সিস বনজিওভি জুনিয়র, মার্কিন গায়ক, গীতিকার, গিটারবাদক ও প্রযোজক

১৯৬৮: ড্যানিয়েল ক্রেইগ, ইংরেজ অভিনেতা

১৯৭৭: অ্যান্ড্রু জন স্ট্রস, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেট খেলোয়াড়

মৃত্যু
৬৫৪: আবুজর গিফারী, মহানবীর বিশিষ্ট সাহাবি

১৭৯৭: হোরেস ওয়ালপলে, তিনি ছিলেন ইংরেজ ইতিহাসবিদ ও রাজনীতিবিদ

১৮৪৫: রামচন্দ্র বিদ্যাবাগীশ, অভিধানকার ও পণ্ডিত

১৯৩০: ডি এইচ লরেন্স, ইংরেজ কথাসাহিত্যিক ও কবি

১৯৩৯: হাওয়ার্ড কার্টার, ইংরেজ মিশরতত্ত্ববিদ ও চিত্রশিল্পী

১৯৪২: টিলার ব্রুক, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক

১৯৪৯: সরোজিনী নাইডু, ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।