ফিনল্যান্ড: ফিনল্যান্ডে শরণার্থীদের সেবায় এগিয়ে এলেন দেশটির সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এরক্কি লিকানেন।
দেশটিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের কল্যাণে নিজের এক মাসের পুরো বেতন (দশ হাজার ইউরো) রেডক্রসের ত্রাণ তহবিলে দানের ঘোষণা দিয়েছেন তিনি।
সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে লিকানেন বলেন, ফিনল্যান্ডে আশ্রয় নেওয়া হাজারো শরণার্থী ও অভিবাসীর আবাসনসহ অন্যান্য সংকটের তীব্রতা ও ভোগান্তি আমাকে ব্যথিত করেছে। তাদের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের মানবিক দায়িত্ব।
এ সিদ্ধান্তে অন্যরাও অনুপ্রাণিত হবেন আশা প্রকাশ করে তিনি জানান, ফিনল্যান্ডের সবাইকে শরণার্থীদের সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানাই।
সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের আগে ২০০৮ থেকে ২০১৪ মেয়াদে রেডক্রসের ফিনল্যান্ড শাখা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এরক্কি লিকানেন।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এসইউ