ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিনল্যান্ড

ফিনল্যান্ডে তারেক রহমানের জন্মদিন পালিত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
ফিনল্যান্ডে তারেক রহমানের জন্মদিন পালিত 

বিএনপি’র জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকীতে কেক কেটে দিনটি উদযাপন করেছে ফিনল্যান্ড বিএনপি।

ফিনল্যান্ড: বিএনপি’র জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকীতে কেক কেটে দিনটি উদযাপন করেছে ফিনল্যান্ড বিএনপি।  

সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এসপোর ওয়েস্টেনডিনতিয়ের ‘বার সিয়েস্তা’য় এ অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি ছিলো তারেক রহমানের উপর আলোচনা সভাও।

 

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রথম সন্তান তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর।

আলোচনা সভায় ফিনল্যান্ড বিএনপি নেতা জামান সরকার বলেন, মিথ্যা মামলার মুখে আজ আটটি বছর তারেক রহমান লন্ডনে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। সরকার নানা অন্তরায় তৈরি করে তার দেশে ফিরে যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে।

শিগগিরই তারেক রহমানের নামে দায়ের করা ‘মিথ্যা মামলা’ ও ‘সাজার রায়’ প্রত্যাহারেরও দাবিও জানান তিনি।  
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোকলেসুর রহমান, নাজমুল হুদা মনি, মুসতাক সরকার, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, রাইসুল ইসলাম, নাজমুল হাসান, রফিকুল ইসলাম, সাজ্জাদ মুন্না, মীর সেলিম প্রমুখ।  

২০০৭ সালে মার্চ মাসে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি মামলায় গ্রেফতার হন তারেক রহমান। পরে জামিনে মুক্ত হয়ে ওই বছর সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। তখন থেকে পরিবার নিয়ে সেখানেই রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিনল্যান্ড এর সর্বশেষ