ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফেভারিট ছিলাম না, কিন্তু সবকিছু দিয়েছি: মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
ফেভারিট ছিলাম না, কিন্তু সবকিছু দিয়েছি: মেসি

প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হার। আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন খেয়েছিল বেশ বড় ধাক্কা।

এরপর ধীরে ধীরে উন্নতি করেছে আলবিসেলেস্তেরা। এখন তারা পৌঁছে গেছে ফাইনালেও। সেমিফাইনালে ক্রোয়োশিয়াকে হারিয়েছে ৩-০ গোলে।

এই ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেন লিওনেল মেসি। পরে করেন দুর্দান্ত এক অ্যাসিস্টও। ম্যাচশেষে নিজের প্রতিক্রিয়ায় আলবিসেলেস্তে অধিনায়ক বলেন, ‘আমরা জানতাম বড় ফেভারিট ছিলাম না। কিন্তু সবাই সবকিছু দিয়েছি। ম্যাচের পর ম্যাচ সেটা আমরা দেখিয়েছি। ’

‘আমরা কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছি, এটা ভালো ছিল। আজকে আমরা দর্শনীয় কিছু অভিজ্ঞতা পেয়েছি। আমি এখানে ও দেশে থাকা সব আর্জেন্টাইনকে উপভোগ করছি। আমার মনে হয় সবকিছু পাগলাটে। ’

ক্যারিয়ারে বিশ্বকাপ ছাড়া সবকিছুই জিতেছেন লিওনেল মেসি। ২০১৪তে খুব কাছে গিয়েও জেতা হয়নি শিরোপা। কাতারে আবারও ট্রফি জেতার এক ধাপ দূরে দাঁড়িয়ে তিনি। এমন জায়গায় আসতে পেরে স্বস্তি বোধ করছেন মেসি।

তিনি বলেছেন, ‘আমি অনেক কিছুই অনুভব করছি। এসব কিছু দেখা ভীষণ রোমাঞ্চকর। মানুষ, পরিবারকে পুরো টুর্নামেন্টজুড়ে দেখতে পারা অসাধারণ। আমরা শেষ ম্যাচে চলে এসেছি, যেটা চেয়েছি। ’

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।