ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোচ ও তার সন্তানের মৃত্যু কামনা করছেন চেলসি ভক্তরা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
কোচ ও তার সন্তানের মৃত্যু কামনা করছেন চেলসি ভক্তরা!

সময়টা ভালো যাচ্ছে না চেলসির। নতুন মালিকানায় আসার পর থেকে দলটির দুঃসময় যেন বেড়েই যাচ্ছে।

কোচ পরিবর্তন করেও খুব একটা লাভ হয়নি। প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের দশে আছে ব্লুজরা। সবশেষ ম্যাচে ঘরের মাঠে তলানির দল সাউদাম্পটনের কাছে হেরেছে লজ্জাজনকভাবে। এমন বাজে পারফরম্যান্সের পর কোচ গ্রাহাম পটারের মৃত্যু কামনা করছেন চেলসি ভক্তরা।

আগামীকাল লন্ডন ডার্বিতে টটেনহামের মুখোমুখি হবে চেলসি। তার আগে সংবাদ সম্মেলনে নিজের মানসিক সমস্যা ও দলের দুরবস্থা নিয়ে খোলামেলা মন্তব্য করেন পটার।
তিনি বলেন, ‘আমি মেইলে এমন কিছু  পেয়েছি, যা ভালো কিছু নয়। তারা আমার মৃত্যু চায়। আমার সন্তানের মৃত্যু চায়। এমন কিছু পাওয়া নিশ্চয়ই আনন্দের ব্যাপার নয়। রেজাল্ট না আসলে অবশ্যই এমনটা হয়, এটাই ফুটবল। সমস্যাটা হলো মেইলটি পাঠানো হয়েছে পটারবাস্টার্ড@জিমেইল.কম থেকে। ’

‘যখন রেজাল্ট এমন হয়, তখন সমালোচনা মানতেই হবে। তবে তা এতোটা সহজ নয়। এতে আমার পারিবারিক জীবন, মানসিক জীবন ও ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হয়। কাজ করার সময় যখন আপনাকে কেউ গালিগালাজ করে বা ক্লাবের ইতিহাসে বাজে মানুষ বলে, তখন এটা ভালো লাগার নয়। ’

এসব হজম করে অবশ্য হাল ছাড়ছেন না পটার। তিনি বলেন, ‘ আমার কাজ হলো চেষ্টা করা এবং নিজের মতো করে ক্লাবের জন্য সেরাটা দেওয়া। আমি কখনোই কারও মতো হতে চাইনি। আমি কারও নকল করতে চাই না। আমি আমার মতো হতে চাই। নিজের সেরাটা দেব এবং সেটা যদি যথেষ্ট না হয়, তাহলে ঠিক আছে। ’

এদিকে, গত বছরের সেপ্টেম্বরে টমাস টুখেলকে সরিয়ে পটারকে কোচ হিসেবে নিয়োগ দেয় চেলসি

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।