ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তুরস্ক ও সিরিয়ায় বিমান ভরে সাহায্য পাঠাচ্ছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
তুরস্ক ও সিরিয়ায় বিমান ভরে সাহায্য পাঠাচ্ছেন রোনালদো

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে আহত-নিহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। তাদের পাশে দাঁড়াতে বিভিন্ন দেশের পাশাপাশি এগিয়ে এসেছেন বড় বড় তারকারা।

এবার সে পথেই হাঁটলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্ষতিগ্রস্তদের তিনি বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।

ইংলিশ সংবাদমাধ্যম ‘ডেইলিমেইল’ এক প্রতিদেবনে জানিয়েছে, পর্তুগিজ তারকা একটি বিমান বোঝাই করে ‍তুরস্ক ও সিরিয়ায় হওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তাঁবু, খাবার, বালিশ, কম্বল, শিশুদের খাবার, দুধ ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন।  

এর আগে গত মাসের ৬ তারিখ ভোররাতে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও কয়েকটি ভূমিকম্প ও ভূমিকম্প পরবর্তী কম্পন হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানান, দেশটিতে অন্তত ৬ হাজার ভবন ধসে পড়েছে। উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে ২৪ হাজারের বেশি জরুরি কর্মীকে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।