ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অপরাজিত চ্যাম্পিয়ন হতে চান জিকো

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
অপরাজিত চ্যাম্পিয়ন হতে চান জিকো ছবি: শোয়েব মিথুন

লিগ চ্যাম্পিয়ন হয়ে বার বারই নিজেদের দেশসেরা প্রমান করেছে বসুন্ধরা কিংস। শুরুতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার আশা ব্যক্ত করলেও তেমনটা হয়ে ওঠেনি শুধু এক ম্যাচে হার এবং এক ম্যাচে ড্র করার কারণে।

তবে আগামী মৌসুমে সেই প্রত্যাশা পূরণ করতে চান দেশ সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো।  

আজ (১৪ জুলাই) নিজেদের ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনীকে হারিয়ে টানা চতুর্থ বার লিগ শিরোপা জয় উদযাপন করেছে কিংস। ম্যাচ শেষে দলের গোলরক্ষক জিকো বলেন, ‘আমরা সবসময়ই চাই অপরাজিত চ্যাম্পিয়ন হতে। এবার পারিনি এজন্য খুব খারাপ লাগছে। দুটো ম্যাচের জন্য শুধু। একটা ড্র একটা হার, এটা দুর্ভাগ্যজনক ছিল। এছাড়া ফেডারেশন কাপের সেমিফাইনালে হার। এটা আমাদের জন্য কষ্টকর ছিল। তবে দিন শেষে আমরাই চ্যাম্পিয়ন এটা স্বস্তির বিষয়। আমাদের এখন মূল লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা। ’

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে জিকো বলেন, ‘আমরা বার বার এএফসি কাপের খুব কাছে গিয়ে কোয়ালিফাই করতে পারি না। আমাদের এখন টার্গেট এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা। প্রতিপক্ষ অবশ্যই খুব শক্তিশালি। আমাদের লক্ষ্য থাকবে নিজেদের সেরটা দেওয়ার জন্য। ’

এবারের লিগে বসুন্ধরাকে হারাতে পারেনি আবাহনী। এই দুই দলের লড়াই বাড়তি উত্তেজনা ছড়ায়। এই কথা মানছেন দেশের সেরা গোলরক্ষকও। তাদের বিপক্ষে অপরাজিত থাকার বিষয়ে জিকো বলেন, ‘আমাদের সাইড বেঞ্চের খেলোয়াড়ও খুব ভালো। সিজনের শেষে এসেও দলের অধিকাংশ ফুটবলারই ফিট থাকেন। আমদের কোচ-ম্যানেজম্যান্ট যেভাবে নির্দেশনা দেন সেভাবেই খেলি। আবাহনী আমাদের জন্য সবসময়ই চ্যালেঞ্জিং প্রতিপক্ষ। আমরা সবসময়ই চাই তাদের বিপক্ষে জিততে এবং আমরা জিতেছি। ’

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।