ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিকে রক্ষা করতে হবে: বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
মেসিকে রক্ষা করতে হবে: বেকহ্যাম সংগৃহীত ছবি

জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে গত রোববার লিওনেল মেসিকে বরণ করে নিয়েছে ইন্টার মায়ামি। তবে এখনও নতুন দলের জার্সিতে অভিষেক হয়নি আর্জেন্টাইন ফরোয়ার্ডের।

এজন্য কোনো তাড়াহুড়ো করতে রাজি নয় মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। এমনকি তাকে 'রক্ষার জন্য' অভিষেক পিছিয়েও যেতে পারে, এমন ইঙ্গিত দিলেন ক্লাবের অন্যতম মালিক ও ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম।  

'ইএসপিএন আর্জেন্টিনা'-কে বেকহ্যাম বলেন, 'আমরা এখনও জানি না মেসি ম্যাচটি খেলবে নাকি কয়েক মিনিটের জন্য মাঠে নামবে। কারণ আমার মতে, সবকিছুর আগে তার প্রস্তুটিটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তাকে রক্ষা করতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে সে প্রস্তুত। কারণ সে ছুটিতে ছিল এবং মাত্রই সে মায়ামিতে এসেছে। সে অনুশীলন করছে এবং তাকে দেখে ভালো মনে হচ্ছে। আমার মতে, মেসি এবং টাটা মার্তিনো (ইন্টার মায়ামির কোচ) ঠিক করবে সে শুক্রবার খেলবে কি না। ' 

আগামী শুক্রবার মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচ দিয়ে ইন্টার মায়ামিতে অভিষেক হওয়ার কথা মেসির। কিন্তু তার ফিটনেস ইস্যুর কারণে আরেকটু সচেতন থাকতে চায় ক্লাবটি। কারণ গত ১৫ জুন আর্জেন্টিনার জার্সিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর থেকে মাঠে নামেননি সাতবারের ব্যালন ডি'অর জয়ী। এর আগেই অবশ্য পিএসজিকে বিদায় বলে দেন তিনি।

সকারুদের বিপক্ষে সেই ম্যাচ খেলে সরাসরি আর্জেন্টিনায় ফিরে যান মেসি। এরপর পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করেন তিনি। এর মাঝেই ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির ব্যাপারটি নিশ্চিত হয়ে যায়। তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়েও দিয়েছে ইন্টার মায়ামি। এরইমধ্যে নতুন দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন সাবেক এই বার্সা তারকা। সঙ্গে পেয়েছেন বার্সায় তার সাবেক সতীর্থ ও স্প্যানিশ ডিফেন্ডার সের্হিও বুসকেতস। খুব শিগগিরই তাদের সঙ্গে যোগ দেবেন আরেক সাবেক বার্সা ডিফেন্ডার জর্দি আলবাও।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।