ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নারী দলের কোচ নিয়ে জটিলতায় বাফুফে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
নারী দলের কোচ নিয়ে জটিলতায় বাফুফে

এশিয়ান গেমসে সাবিনাদের কোচ নিয়ে জটিলতায় রয়েছে বাফুফে। বিওএকে পাঠানো প্রথম তালিকায় সাবিনাদের কোচ হিসেবে গোলাম রব্বানী ছোটনের নাম ছিল।

তবে তার পদত্যাগের পর সাইফুল বারী টিটুুকে কোচ হিসেবে নিয়োগ দেয় বাফুফে। তবে কোচ হিসেবে এখনো তার নাম নিবন্ধন করানো সম্ভব হয়নি। বিওএ চেষ্টা করে এখনো কোনও ইতিবাচক ফল পায়নি। টিটুর নাম নিবন্ধন করানো সম্ভব না হলেও মাহবুবুর রহমান লিটুই সাবিনাদের কোচ হিসেবে যাবেন এশিয়ান গেমসে।

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সাইফুল বারী টিটুর নাম নিবন্ধনের। যদি শেষ পর্যন্ত সম্ভব না-ই হয় তাহলে মাহবুবুর রহমান লিটুই যাবেন সাবিনাদের সঙ্গে। কারণ, তার নাম নিবন্ধন আছে এশিয়ান গেমসে। ’

ওই সময় জাতীয় অনূর্ধ্ব-১৭ নারী দলের এএফসি বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের খেলা থাইল্যান্ডে। সেখানে মেয়েদের নিয়ে যাওয়ার কথা লিটুর। লিটুকে এশিয়ান গেমসে পাঠানো হলে অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্বে থাকবেন কে? বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন,‘তখন আমাদের বিকল্প ব্যবস্থা তো করতেই হবে। ’

এমনও হতে পারে, মাহবুবুর রহমান লিটুকে এশিয়ান গেমসে পাঠিয়ে অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব সাইফুল বারী টিটুকে দিতে পারে বাফুফে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।