ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আপাতত চ্যাম্পিয়নস লিগ খেলার বাধা কাটলো বার্সার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
আপাতত চ্যাম্পিয়নস লিগ খেলার বাধা কাটলো বার্সার

রেফারিকে 'ঘুষ' দেওয়ার অভিযোগে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে কাতালান জায়ান্টদের স্বস্তি দিয়ে উয়েফা জানিয়ে দিল, আপাতত তদন্ত কার্যক্রম স্থগিত রাখা হবে।

 

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ২০২৩/২৪ মৌসুমের জন্য বার্সার চ্যাম্পিয়নস লিগে খেলতে বাধা নেই। তবে ভবিষ্যতে অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে তদন্ত কার্যক্রম আবার শুরু হবে।  

গত ফেব্রুয়ারিতে বার্সার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, রেফারিকে অনৈতিক অর্থ প্রধান করেছে স্পেনের শীর্ষ ক্লাবটি। সেসময় ক্লাবের সভাপতি ছিলেন হোসে মারিয়া বার্তামেউ। স্পেনের প্রসিকিউটর অফিস জানায়, ম্যাচের ফলাফলে প্রভাব ফেলার জন্য লা লিগা রেফারিদের টেকনিক্যাল কমিটির সহ-সভাপতি মারিয়া এনরিকজ নেগ্রেইরাকে ওই অর্থ দিয়েছিল বার্সা।  

তবে বার্সা ও নেগ্রেইরার পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়। তাদের দাবি, পরামর্শক হিসেবে নেগ্রেইরার সঙ্গে ওই অর্থ লেনদেন করা হয়েছিল। কিন্তু উয়েফা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে। যদিও এখন পর্যন্ত কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।  

উয়েফার আপিল বোর্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে, আগামী মৌসুমে বার্সার চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ-সংক্রান্ত কার্যপ্রণালী আপাতত বন্ধ থাকবে। তবে এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি ইন্সপেক্টরসের (ইডিআই) অথবা সাবেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুরোধের পরিপ্রেক্ষিতে আবারও তদন্ত শুরু হতে পারে। সেই সঙ্গে ইডিআই-এর তদন্ত চলবে। সেই তদন্তের ফলাফল দেখে উয়েফা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।