ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডুরান্ড কাপ

ইস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ড্র

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
ইস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ড্র

ডুরান্ড কাপ ফুটবলের উদ্বোধনী খেলায় মোহন বাগান ৫-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীকে। তবে সেই হার থেকে ঘুড়ে দাড়িয়েছে দল।

আজ (০৬ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে ইস্ট বেঙ্গলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়লেও ম্যাচের শেষ মুহুর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। ম্যাচের ৫ মিনিটেই গোল করেছিলেন ইস্টবেঙ্গলের সিভেরিও। কিন্তু রেফারি হ্যান্ডবল হওয়ার কারণে সেই গোল বাতিল করে দেন। অবশ্য ৩২ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোল করতে ভুল করেনি ক্রেসপো। প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডান দিক থেকে ভেসে আসা ক্রসে হেডে দ্বিতীয় গোল করে গেলেন লাল হলুদের নতুন স্প্যানিশ স্ট্রাইকার জাভিয়ার সিভেরিও।

কিছুই করার ছিল না বাংলাদেশ সেনাবাহিনীর গোলরক্ষকের। ২-০ গোলের লিড নিয়ে  বিরতিতে যায় ইস্ট বেঙ্গল। ৬৬ মিনিটে লাল কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের নিশু। ম্যাচের ৮৮ মিনিটে গোল করে ব্যাবধান কমান শাহরিয়ার। ম্যাচে বেশ কিছু সময় খেলা থামাতে হয়েছে। ৬ মিনিট অ্যাডেড টাইম দেন রেফারি। যোগ করা সময়ের শেষ মিনিটে দলকে সমতায় ফেরান মেরাজ।

দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল। প্রথমাস্থানে থাকা মোহনবাগানের পয়েন্ট তিন।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০৬ আগষ্ট, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।