ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফের চোটে পড়লেন ডি ব্রুইনা, ছিটকে গেলেন কয়েক সপ্তাহের জন্য 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
ফের চোটে পড়লেন ডি ব্রুইনা, ছিটকে গেলেন কয়েক সপ্তাহের জন্য 

আগেরবার চোট পেয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগে। খেলতে পারেননি ফাইনালের পুরোটা সময়।

ফের একই জায়গায় আঘাত পেয়েছেন কেভিন ডি ব্রুইনা। মৌসুমের শুরুতেই কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার।

গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবার এই প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলে ম্যানচেস্টার সিটি। ম্যাচটির শুরুর দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ডি ব্রুইনাকে। এরপর বিশ্রামে চলে যান লম্বা সময়ের জন্য। গত রোববার আর্সেনালের বিপক্ষে কমিউনিটি শিল্ডের ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি। তখনও পুরোপুরি ফিট নন বলে ম্যাচ শেষে জানান বেলজিয়ান তারকা।

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বার্নলির বিপক্ষে মাঠে নামেন ডি ব্রুইনা। ম্যাচটিতে আর্লিং ব্রট হালান্ডের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয়লাভ করে সিটিজেনরা। কিন্তু খুব বেশি সময় মাঠে থাকতে পারেননি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ডি ব্রুইনা। চোটে পড়ে ২৩তম মিনিটেই ছাড়েন মাঠ।  

ম্যাচ শেষে ডি ব্রুইনার ইনজুরির আপডেট দেন কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, সে আবারও চোট পেয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের মতো একই জায়গায় এবং তাকে কিছুদিনের জন্য বাইরে থাকতে হবে। চোটের মাত্রার ওপর নির্ভর করছে তার ফেরা, তবে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছে। ’

ম্যানচেস্টার সিটি কোচের বিশ্বাস দ্রুত ঘুরে দাঁড়াবেন ডি ব্রুইনা, ‘সে হতাশ, অনেক লড়াই করেছে। খুবই ভালো অনুভব করছিল। তাকে শুরু থেকে ৫০-৫৫ মিনিট খেলাতাম আমি। হতাশায় আচ্ছন্ন হলেও সে কিন্তু শক্তিশালী, ঘুরে দাঁড়াবে। ’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।