ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দারুণ গোলে এমএলএস অভিষেক রাঙালেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
দারুণ গোলে এমএলএস অভিষেক রাঙালেন মেসি

লিগ কাপ জয়ের পর ইউ এস ওপেন কাপের ফাইনালে পা রাখা। লিওনেল মেসি জাদু দেখল এবার মেজর লিগ সকারও।

যুক্তরাষ্ট্রের লিগে নিজের অভিষেক ম্যাচে আর্জেন্টাইন জাদুকর যে গোলটি করলেন তা ভক্তদের চোখে বহুদিন লেগে থাকারই কথা।

আজ রোববার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টায় নিউইয়র্ক রেডবুলসের মাঠ রেডবুল অ্যারেনায় এমএলএসের ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও নিউইয়র্ক রেড বুলস। ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে মেসির দল। যেখানে প্রথম গোলটি করেছেন দিয়েগো গোমেজ এবং ব্যবধান দ্বিগুণ করে দলের জয় নিশ্চিত করেছেন মেসি।

টানা ম্যাচ খেলার ধকল কমাতে মেসিকে বেঞ্চে রেখেই আজ (রোববার) নিউইয়র্ক রেড বুলসের মাঠে খেলতে নেমেছিল মায়ামি। তবে তিনি ঠিকই ম্যাচ খেলার বিবেচনায় ছিলেন মার্তিনোর। শুরুর একাদশে ছিলেন না বার্সেলোনা কিংবদন্তি সার্জিও বুসকেতসও।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে মেসিকে মাঠে নামানো হয়। তাতে এমএলএসে অভিষেক হয় ফুটবলের জাদুকরের। আর সেই অভিষেক ম্যাচটিও লিগস কাপ ও ইউএস ওপেনের মতো গোল দিয়ে রাঙালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড।  

ম্যাচের ৩৭ মিনিটে গোলাপি জার্সিধারীদের এগিয়ে দেন প্যারাগুইয়ান উইঙ্গার দিয়েগো গোমেজ। এগিয়ে যাওয়ার পর বাকি সময়ে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি দুই দল দল। দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয় মেসিকে। এছাড়াও সার্জিও বুসকেতস ও ডিএন্ড্রে ইয়েডলিনদেরও নামানো হয়।

এই জয়ে পয়েন্ট টেবিলের তলানী থেকে এক ধাপ উপরে উঠে এসেছে ইন্টার মায়ামি। এ নিয়ে মায়ামিতে ৯ ম্যাচে মেসির গোল হয়ে গেল ১১টি। গত ইউ এস ওপেনের সেমিফাইনালে গোল না পেলেও দুই গোলে ছিল তার অবদান। আর লিগস কাপ জয়ের পথে ৭ ম্যাচে ১০ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি জিতে নেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।