ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কিংস অ্যারেনায় লাইট শো

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
কিংস অ্যারেনায় লাইট শো

কিংস অ্যারেনায় আজ অন্যরকম এক আনন্দের বন্যা। নিজেদের ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছে বসুন্ধরা কিংস।

ভারতের ক্লাব ওড়িশার বিপক্ষে এএফসি কাপের ম্যাচে কিংস অ্যারেনার গ্যালারিতে ছিল সমর্থকদের ঢল। ঘরের মাঠে ক্লাবের আন্তর্জাতিক অভিষেকে ম্যাচের বিরতির সময় অন্যরকম এক লাইট শো দেখলো সকলে।

কিংস অ্যারেনায় ম্যাচ মানেই কানায় কানায় পরিপূর্ণ গ্যালারি। আজও এর ব্যাতিক্রম হয়নি। প্রিয় দলকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন সমর্থকরা। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা কিংস। বিরতিতে খেলোয়াড়রা মাঠ ছাড়ার পরেই নিভে যায় ফ্লাডলাইট। বেজে উঠে মিউজিক। এরপর মিউজিকের তালে তালে জ্বলতে নিভতে থাকে ফ্লাডলাইট। প্রায় দুই মিনিটের বেশি সময় ধরে চলে এই লাইট শো। সেই সঙ্গে দর্শকরা গ্যালারিতে মোবাইলের ফ্ল্যাশ-লাইট জ্বালিয়ে ভিন্নরকম আবহ তৈরি করেন। মনে হচ্ছিল গ্যালারিতে যেন হাজারো জোনাকি জ্বলছে।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।