ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিল ম্যাচের আগে মেসি— ‘অসাধারণ খেলার চেষ্টা করব’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
ব্রাজিল ম্যাচের আগে মেসি— ‘অসাধারণ খেলার চেষ্টা করব’

বিশ্বকাপ জয়ের পর রীতিমত উড়ছিল আর্জেন্টিনা। সেই তাদের আজ মাটিতে নামাল উরুগুয়ে।

নিজেদের মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের দিয়েছে ২-০ গোলে হারের স্বাদ। এর আগে আলবিসেলেস্তেরা অপরাজিত থেকেছে টানা ১৪ ম্যাচ। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। তাই দ্রুতই এই হারের ক্ষত ভুলে সেই ম্যাচে দুর্দান্ত খেলার আশা জুগিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

ব্রাজিল ম্যাচকে সামনে রেখে মেসি বলেন, 'ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ক্লাসিক। একটি ভিন্ন লড়াই, যার অনেক ইতিহাস আছে। আমাদের জেগে উঠতে হবে এবং ব্রাজিলে অসাধারণ খেলার চেষ্টা করতে হবে। ব্রাজিলকে সবসময়ই সম্মান করি আমরা। মারাকানা স্টেডিয়ামে খেলা সহজ নয়। '

উরুগুয়ের কাছে হার নিয়ে মেসি বলেন, 'আমরা জানতাম যে, কী ধরনের ম্যাচ খেলতে যাচ্ছি। আমাদের জন্য কঠিন ছিল খেলা। খেলার প্রতি তাদের একাগ্রতা ছিল চরমে। মাঝমাঠে শারীরিকভাবে শক্তিশালী ও দ্রুতগতির খেলোয়াড় রয়েছে তাদের। আমরা একদমই স্বাচ্ছন্দ্যবোধ করিনি। যে কারণে তাদের খেলা আমাদেরও গতি বাড়িয়ে দেয়। আপনি দেখছেন তারা কার (উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা) হাতে আছে। সব দল কিংবা ক্লাব এমনকি আর্জেন্টিনা দলেও তার ছাপ খুঁজে পাবেন আপনি। তারা খুব ভালো খেলেছে। আমাদের হারতেই হতো। এটাও একটা পরীক্ষা। '

দুর্দান্ত ছন্দে থাকার পরও নিজেদের কখনো অপ্রতিরোধ্য ভাবেননি লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেন, 'আমরা অপ্রতিরোধ্য নই। একথা আগেও বলেছি এবং বারবার বলে যাব। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গিয়েছি বলে যে, কখনো হারব না- এমনটা কখনো ভাবতে পারি না আমরা। সামনে খুবই কঠিন এক ম্যাচে খেলতে নামব। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আমি মনে করি, এই দলটি বেশ কয়েকবারই কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানোর উদাহরণ দেখিয়েছে। '

আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।