ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাজিয়াকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখতে চায় বসুন্ধরা কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
মাজিয়াকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখতে চায় বসুন্ধরা কিংস

এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে মাজিয়ার বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করেছিল বসুন্ধরা কিংস। এরপরই ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা চার আসরের চ্যাম্পিয়নরা।

বর্তমানে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। পরের ম্যাচে মাজিয়ার বিপক্ষে জয় দিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে চান কিংসের কোচ অস্কার ব্রুজোন।  

আগামীকাল সন্ধ্যা ছয়টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় গ্রুপ পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটিকে সামনে রেখে বেশ ভালোভাবে প্রস্তুতি নিলেও যে প্রত্যাশার চাপ আছে, সেকথা স্বীকার করলেন কিংসের স্প্যানিশ কোচ। তবে সেই চাপ সামলে নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত তার দল। অস্কার ব্রুজোন বলেন, ‘আগামীকাল মাজিয়ার বিপক্ষে আমাদের ম্যাচ। এটা অস্বীকার করার কিছু নেই, আমাদের ওপর প্রত্যাশার চাপ রয়েছে। তবে আমরা নিজেদের মাঠে প্রত্যাশা পূরণ করতে প্রস্তুত। ’

‘মাজিয়া শক্ত প্রতিপক্ষ, তাদের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না। তবে আমরা তাদের শক্তিশালী দিক এবং দূর্বলতা উভয় দিকেই বিশ্লেষণ করেছি। তাদের দূর্বলতাগুলো চিহ্নিত করে আমরা ভালো ফলের দিকে এগিয়ে যেতে চাই। আমরা নিজেদের কাজটা ঠিকভাবে করতে চাই। নিজেদের খেলটা ঠিকভাবে খেলতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব’, যোগ করেন তিনি।

তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে মাজিয়া। তবে এখনো তাদের সামনে পরের রাউন্ডে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করতেই মাজিয়া প্রাণপণে লড়াই করবে। সেটা মাথায় রেখেই প্রস্তুতি সেরেছেন বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের কোচ। তিনি বলেন, ‘পয়েন্ট টেবিলে মাজিয়ার কাছে তিন পয়েন্ট আছে। সেই হিসেবে তাদেরও কিছু সম্ভাবনা রয়েছে। তবে আমরা নিয়মিত অনুশীলন করে নিজেদের প্রস্তুত করেছি। প্রথমত আমরা নিজেদের উন্নতির জায়গাগুলো খুঁজে বের করেছি এবং সেগুলো নিয়ে কাজ করেছি। দ্বিতীয়ত মাজিয়ার দূর্বলতাগুলো আমরা খুঁজে বের করছি এবং সেগুলো নিয়ে কাজ করেছি। ’

আগামী ম্যাচে অনিশ্চিত বসুন্ধরা কিংসের অন্যতম সেরা তারকা রবসন রবিনহো। তার ইনজুরি নিয়ে জানতে চাইলে কোচ বলেন, ‘আমরা আসলে এই বিষয়ে কথা বলতে চাইছি না। এখনই নিশ্চিত কিছু বলছি না। তবে রবসনের চোট সমস্যা রয়েছে। আমরা শেষ পর্যন্ত অপেক্ষ করবো। আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে। ব্যস্ত সূচিতে আমরা কাউকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। যদি না হয় তবে আমাদের বিকল্প খেলোয়াড় প্রস্তুত আছে। ’

ঘরের মাঠে এখনো কোনও হারের রেকর্ড নেই বসুন্ধরা কিংসের। এই মাঠে হারেনি বাংলাদেশ জাতীয় দলও। সেই রেকর্ড ম্যাচের আগে কোনও প্রকার চাপ সৃষ্টি করছে কি না? এমন প্রশ্নের জবাবে অস্কার বলেন, ‘আমরা এখানে কোনও ম্যাচ হারিনি, এটা ভাগ্যের জোরে বলা যাবে না। এটা হয়েছে আমাদের চেষ্টার ফলে। আমাদের কঠিন পরিশ্রমের ফলে। আত্মবিশ্বাসের ফলে। আমাদের আত্মবিশ্বাস আছে আগামী ম্যাচেও আমরা এই রেকর্ড অক্ষুণ্ণ রাখতে পারবো। ’

ম্যাচের আগে কোনও চাপ নিতে নারাজ অস্কার। টেবিলের শীর্ষে থেকেই পরের রাউন্ডে যেতে চান তিনি, ‘আমরা টেবিলের শীর্ষে থেকেই পরের রাউন্ড নিশ্চিত করতে চাই। ডিসেম্বরের ১১ তারিখে আমাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ রয়েছে। সেখানে আমরা টেবিলের শীর্ষ দল হিসেবেই খেলতে চাই। তবে আগামী ম্যাচে জয় ভিন্ন অন্য কোনও ফল হলেও আমাদের পরের রাউন্ডে যাওয়ার রাস্তা খোলা আছে। ’

মাজিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও ঘরের মাঠে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কোচ অস্কার ব্রুজোন। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সম্ভবত আমরা ভালো দল। দুই মাস আগে মাজিয়ার বিপক্ষে যে ম্যাচে আমরা হেরেছিলাম, সেই তুলনায় আমরা এখন আরও অনেক উন্নতি করেছি। আগামীকাল মাঠে তার প্রমাণ দিতে চাই। ’

বসুন্ধরা কিংসের মিডফিল্ডার সোহেল রানাও চান শীর্ষস্থান ধরে রাখতে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এএফসি কাপের শুরু থেকেই আমাদের ভালো কিছু করার পরিকল্পনা ছিল। গ্রুপে আমরা বর্তমানে ভালো একটা অবস্থানে রয়েছি। এই অবস্থানটা ধরে রাখতে চাই। আগামী ম্যাচে জয় দিয়ে শীর্ষে থাকতে চাই। ’

শেষ ম্যাচে ঘরের মাঠে ভারতের শক্তিশালি ক্লাব মোহনবাগানকে হারিয়েছে বসুন্ধরা কিংস। সেই ম্যাচের অনুপ্রেরণা থেকে এই ম্যাচেও ভালো কিছুর (জয়) প্রত্যাশা সোহেলের। তিনি বলেন, ‘মোহনবাগানের বিপক্ষে দল দারুণ ফুটবল খেলেছে। আগামী ম্যাচেও যদি আমরা তেমন ফুটবল খেলতে পারি, একই আত্মবিশ্বাস এবং ডেডিকেশন নিয়ে খেলতে পারি তবে আমরা ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো। ’

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।