ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সিটি জয়ের যোগ্য ছিল না বলছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
সিটি জয়ের যোগ্য ছিল না বলছেন গার্দিওলা

ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসনের কাছে ড্র করাটাই অবিশ্বাস্য মনে হচ্ছে। ম্যানচেস্টার সিটির মতো শক্তিশালী দলকে রুখে দিয়েছেন তারা।

তাও ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে। তাই অবিশ্বাস্য তো লাগারই কথা! শেষ ২০ মিনিটের জাদুতে ইতিহাদ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফেরে দক্ষিণ লন্ডনের ক্লাবটি।

বেশ কয়েকজন ফুটবল পণ্ডিতের কাছে এভাবে ড্র করাটা সিটির দুর্ভাগ্য। কিন্তু কোচ পেপ গার্দিওলা শিষ্যদের প্রতি সব ক্ষোভ উগড়ে দিলেন সংবাদ সম্মেলনে। দুর্ভাগ্যকে দোষ না দিয়ে বরং বলছেন ড্র তাদের প্রাপ্যই ছিল।

সিটি কোচ বলেন, 'দুর্ভাগ্য নয়, এটাই আমাদের প্রাপ্য। আমরা দুই পয়েন্ট খুইয়ে এসেছি। যখন এমন পেনাল্টি উপহার দেন আপনি, তখন এমন ফলাফল প্রাপ্য।  ঠিক টটেনহ্যাম (৩-৩ ড্র) ও লিভারপুল (১-১) ম্যাচের মতোই দুর্দান্ত ছিলাম আমরা, কিন্তু আবারও আমরা জিততে পারিনি। যে সুযোগ আমরা তৈরি করেছি এবং যেসব গোল হজম করেছি চেলসির বিপক্ষে ম্যাচ দিলে মৌসুমজুড়ে তা প্রায় একই ছিল। কিন্তু আমরা ম্যাচ শেষ করে আসতে পারিনি। এটাই হলো আমার অনুভূতি। '

প্রথমার্ধে জ্যাক গ্রিলিশ ও বিরতির পর রিকো লুইসের গোলে ৭৫ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থাকে সিটি। কিন্তু এরপরই সব এলোমেলো করে দেয় প্যালেস। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টির মতো সুবর্ণ সুযোগ পেয়ে ম্যাচে সমতা ফেরায় তারা। সিটিকেও তাই মাঠ ছাড়তে হয় এক পয়েন্ট নিয়ে।

শীর্ষে উঠার সুযোগ থাকলেও ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারেই থাকতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।