ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বরখাস্ত হলেন ব্রাজিলের কোচ দিনিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
বরখাস্ত হলেন ব্রাজিলের কোচ দিনিজ

একদিন আগেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধানের পদে পুনর্বহাল করা হয়েছিল এনদালদো রদ্রিগেজকে। তার ফেরার পরপরই ছাঁটাই হলেন ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ।

 

 টানা ব্যর্থতায় চুক্তি শেষ হওয়ার আগে পদ হারালেন ৪৯ বর্ষী এ কোচ। সিবিএফ এক বিবৃতিতে জানায়, ‘ব্রাজিলের স্থায়ী কোচ নির্বাচনের প্রক্রিয়াটি এগিয়ে নিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ফের্নান্দো দিনিজের কাজের জন্য, তার নিবেদন আর আন্তরিকতার জন্য এবং সর্বোপরি ব্রাজিল জাতীয় দলকে পুনরিজ্জীবিত চ্যালেঞ্জ গ্রহণের জন্য সিবিএফ তাকে ধন্যবাদ জানাচ্ছে। আমরা ফের্নান্দো দিনিজের জন্য শুভকামনা জানাই। ’

৪৯ বছর বয়েসী এই কোচ কদিন আগেই দক্ষিণ আমেরিকার সেরা কোচের খেতাব পেয়েছিলেন। তবে সেটা ক্লাব পর্যায়ে ফ্লুমিনেন্সের জন্য। যদিও ব্রাজিলের কোচ পদে টিকে থাকার জন্য সেটা আর যথেষ্ট থাকলো না। সেলেসাওদের হয়ে ক্রমাগত ব্যর্থতার দায়ে শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়তেই হলো ‘ব্রাজিলের গার্দিওলা’ খ্যাত দিনিজকে।  

সমর্থকদের আশা ছিল দিনিজের অধীন ফিরে আসবে ব্রাজিলের চিরায়ত ‘সাম্বা ফুটবল’ও; যদিও দায়িত্ব নেওয়ার পর তার অধীন মোটেই ভালো খেলতে পারেনি ব্রাজিল। তার অধীন খেলা বাছাই পর্বের ছয় ম্যাচের তিনটিতেই হেরেছে ব্রাজিল, জিতেছে দুই ম্যাচে এবং ড্র করেছে এক ম্যাচে। মারাকানায় আর্জেন্টিনার বিপক্ষে হারের পর সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন তিনি।

এদিকে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, সাও পাওলোর বর্তমান কোচ ডরিভাল জুনিয়র এই মুহূর্তে ব্রাজিলের স্থায়ী কোচ হওয়ার পথে এগিয়ে আছেন। এরই মধ্যে রদ্রিগেজ নাকি সাও পাউলো সভাপতি হুলিও কাসারেসের সঙ্গে কথাও বলেছেন।

বা্ংএদিকে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, সাও পাওলোর বর্তমান কোচ ডরিভাল জুনিয়র এই মুহূর্তে ব্রাজিলের স্থায়ী কোচ হওয়ার পথে এগিয়ে আছেন। এরই মধ্যে রদ্রিগেজ নাকি সাও পাউলো সভাপতি হুলিও কাসারেসের সঙ্গে কথাও বলেছেন।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।