ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চোট কাটিয়ে মাঠে ফিরছেন সালাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
চোট কাটিয়ে মাঠে ফিরছেন সালাহ

আফ্রিকান কাপ অব নেশন্সে ঘানার বিপক্ষে চোট পান মোহামেদ সালাহ। এরপর এক মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে।

চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরছেন লিভারপুলের অভিজ্ঞ এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে তাকে পাওয়ার আশা ব্যক্ত করেছেন ইয়ুর্গেন ক্লপ।

আজ ব্রেন্টফোর্ডের মাঠে খেলতে নামবে লিভারপুল। ম্যাচ পূর্ববর্তী সম্মেলনে ক্লাবটির কোচ জানান, পুরোদমে অনুশীলনে ফিরেছেন সালাহ, ম্যাচটি খেলার জন্য পুরোপুরি ফিট তিনি।  
প্রিমিয়ার লিগে ১৪ গোল করে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহ। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তার ক্লাব।  

এদিকে সালাহ ফিরলেও আরেক তারকা ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড পড়েছেন চোটে। গত শনিবার বার্নলির বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধের পর আর মাঠে নামানো হয়নি এই ডিফেন্ডারকে। হাঁটুর পুরোনো চোটে পড়েছেন তিনি। এই ইংলিশ ডিফেন্ডারের ফেরা নিয়ে তাড়াহুড়ো করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ক্লপ।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।