ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সৌদি আরবে দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
সৌদি আরবে দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ

২০২৬ বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল। সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা।

সৌদি আরবের ক্যাম্প নিয়ে শেষ সময়ের প্রস্তুতি চলছে। কাবরেরা দল প্রায় গুছিয়ে এনেছেন। স্প্যানিশ কোচ বলেছেন, ‘সৌদি আরবের ক্যাম্প নিয়ে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছি। সেখানকার সুবিধা, ফ্লাইট টিকিট, কোচিং স্টাফ ও ক্যাম্পের দল চূড়ান্ত করতে প্রিমিয়ার লিগে পরের দুই রাউন্ডের ম্যাচের অপেক্ষায় রয়েছি। ভ্রমণ ও ট্রেনিং শুরুর বিষয়গুলো দেখছি। ’

সৌদিতে অনুশীলনের সময় জাতীয় দলকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা আছে কাবরেরার। আজ (মঙ্গলবার) বাফুফে ভবনের সামনের মাঠে সাংবাদিকদের সৌদিতে ক্যাম্প ও তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরার সময় এ কথা বলেছেন কোচ।

সৌদিতে অনুশীলন চলাকালীন কোনো প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে কোচ বলেন, ‘সেখানে (সৌদিতে) আরও কিছু দলও ট্রেনিং করবে। আমার সেদিকে নজর আছে। কোনো দল রাজি হলে আমরা কমপক্ষে দুটি ম্যাচ খেলার চেষ্টা করবো। আমরা কোনো জাতীয় দলের বিপক্ষেই ম্যাচ খেলার চেষ্টা করবো। যদি সেটা সম্ভব না হয় তাহলে স্থানীয় ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলবো। ’

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন খেলেছে এশিয়ান কাপে। সেখানে ফিলিস্তিনের পারফরম্যান্স কেমন ছিল এবং কোনো ম্যাচ দেখেছেন কি না? এমন প্রশ্নে কোচ বলেন, ‘এবারের এশিয়ান কাপে ফিলিস্তিন খুবই ভালো পারফরর্ম করেছে। আমি বলবো তাদের সফল একটি এশিয়ান কাপ ছিল। ’

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।