ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কুয়েতে থাকা বাংলাদেশিদের সমর্থন চান তপু-সোহেলরা

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
কুয়েতে থাকা বাংলাদেশিদের সমর্থন চান তপু-সোহেলরা

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ খেলতে কুয়েত অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। কুয়েত পৌঁছানোর পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় মুগ্ধ হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

ম্যাচে প্রবাসী বাংলাদেশিদের মাঠে আসার আমন্ত্রণ জানিয়েছেন তপু র্বমণ।

বাংলাদেশ দল এয়ারপোর্টে নামার পরে প্রবাসীরা তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। এরপর প্রতিটা ক্ষেত্রেই প্রবাসীদের অকুণ্ঠ সমর্থন পাচ্ছে বাংলাদেশ দল। সেই ধারাবাহিকতা ম্যাচের দিন অব্যাহত রাখতে আবেদন করেছেন তপু। তিনি বলেন, 'কুয়েত এয়ারপোর্টে নামার পর আমরা যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তা সত্যি অসাধারণ। আশা করি আমাদের দেশি ভাইয়েরা ২১ মার্চ স্টেডিয়ামে এসে উৎসাহিত করবেন। ব্যক্তিগতভাবে ও দলের পক্ষ থেকে বলতে পারি আমরা তাদের নিরাশ করব না। ’ 

ফিলিস্তিন অনেক শক্তিশালী। সদ্য সমাপ্ত এশিয়ান কাপে তারা নকআউট পর্বে খেলেছে। বাংলাদেশ তাই রক্ষণে অনেক মনোযোগী। মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘আমাদের ডিফেন্সে বেশি ভালো করতে হবে। এজন্য কোচ কাজ করছে। আমরা ফিলিস্তিনের ম্যাচ ভিডিও দেখেছি। ম্যাচের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।