ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

একাদশে ফিরলেন জামাল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুন ১১, ২০২৪
একাদশে ফিরলেন জামাল

বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ লেবাননের বিপক্ষে মূল একাদশে ফিরেছেন তিনি।

কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ১০টায় লেবাননের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

এছাড়া আজ মেহিদী হাসান মিঠুর পরিবর্তে একাদশে নাম লিখিয়েছেন শাকিল হোসেন। একাদশে গোলবার সামলাবেন মিতুল মারমা। একাদশে আছেন তিন সেন্টার ব্যাক তপু বর্মণ, শাকিল হোসেন ও তারিক কাজী। লেফট ব্যাকে ইসা ফয়সাল ও রাইট ব্যাকে থাকছেন সাদ উদ্দিন।

ডিফেন্সিভ মিডফিল্ডে মোহাম্মদ হৃদয় এবং তার সামনে আছেন সোহেল রানা ও জামাল। রাইট উইংয়ে রাকিব হোসেন এবং বাঁদিকে কিংবা নম্বর টেন পজিশনে দেখা যাবে শেখ মোরসালিনকে।

বাংলাদেশ একাদশ: গোলকিপার- মিতুল মারমা, ডিফেন্ডার- তপু বর্মণ, শাকিল হোসেন, ইসা ফয়সাল, সাদ উদ্দিন ও তারিক কাজী, মিডফিল্ডার- মোহাম্মদ হৃদয়, সোহেল রানা ও জামাল ভূঁইয়া, ফরোয়ার্ড- শেখ মোরসালিন ও রাকিব হোসেন।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ১১, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।