ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ফুটবল

পোল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরেছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
পোল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরেছেন এমবাপ্পে

বেশ কয়েকদিন পর একাদশে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। পোল্যান্ডের বিপক্ষে দলে জায়গা হয়েছে তার।

যে কারণে দলে জায়গা হারিয়েছে আন্তনিও গ্রিজমান।

আজ বাংলাদেশ সময় রাত ১০টায় ‘ডি’ গ্রুপের ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। এখন পর্যন্ত কেউ গোল না পেলেও একটি করে জয় ও ড্র নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে তারা।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জটলার মধ্যে সংঘর্ষে নাকে আঘাত পেয়েছিলেন এমবাপ্পে। পরে ফ্রান্স জানায়, নাক ভেঙে গেছে তার। এরপর মাস্ক পরে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাকে খেলাননি কোচ। অবশেষে পোল্যান্ডের বিপক্ষে এমবাপে ফিরলেন মাঠে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।