ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাংলাদেশের গ্রুপে নেপাল-শ্রীলঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
বাংলাদেশের গ্রুপে নেপাল-শ্রীলঙ্কা

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে।

তাদের সঙ্গে রয়েছে নেপাল এবং শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, ভুটান এবং মালদ্বীপ।

টুর্নামেন্ট শুরু হবে ১৮ আগষ্ট ২৮ আগষ্ট ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে আসরের। সবগুলো ম্যাচই আয়োজিত হবে নেপালের দশরথ স্টেডিয়ামে। প্রথম ম্যাচে স্বগতিক নেপালের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। পরের দিন ভুটানের বিপক্ষে মাঠে নামবে ভারত। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ আগষ্ট শ্রীলঙ্কার বিপক্ষে। একদিনের বিরতীতে ২২ আগষ্ট স্বাতিক নেপালের মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধীরা।  

দুই গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল সেমিফাইনালের দুটি ম্যাচে মোকাবিলা করবে। দুই সেমিফাইনালে জয়ী দল ২৮ আগষ্ট ফাইনালে মুখোমুখি হবে।

বাংলাদেশের ম্যাচের সূচি:
২০ আগষ্ট বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সন্ধা ৬টা ১৫ মিনিট
২২ আগষ্ট বাংলাদেশ বনাম নেপাল সন্ধা ৬টা ১৫ মিনিট

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।