ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হালান্ড যেন রেকর্ডের বরপুত্র!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
হালান্ড যেন রেকর্ডের বরপুত্র!

গোলের সঙ্গে আর্লিং হালান্ডের সংখ্যতা অতুলনীয়। তার গোল না পাওয়াই বরং বিস্ময়ে জাগানিয়া ব্যাপার।

তাকে এজন্য ডাকা হয় 'গোলমেশিন' নামে। প্রিমিয়ার লিগের এই মৌসুমেই যেমন এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে প্রতিটিতেই গোল করেছেন এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড। এই ৫ ম্যাচে তার গোলসংখ্যা ১০টি, আছে ২টি হ্যাটট্রিকও।  

গতকাল ঘরের মাঠ ইতিহাদে আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে হালান্ডের ম্যানচেস্টার সিটি। এই জয়ে সিটিজেনরা শীর্ষেই রইলো।  ম্যাচের নবম মিনিটেই সিটিকে এগিয়ে দেওয়া গোলটি করেন হালান্ড। সিটির জার্সিতে এটি তার শততম গোল। সেই সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন হালান্ড। সেই রেকর্ড হচ্ছে নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের।

এত দিন রেকর্ডটির একক মালিকানা ছিল রোনালদোর দখলে। রিয়াল মাদ্রিদের জার্সিতে ১০০ গোলে করতে ১০৫ ম্যাচ খেলেছিলেন পতুগিজ উইঙ্গার। গতকাল সেই মাইলফলক স্পর্শ করার সময়ও হালান্ডের নামের পাশে ছিল ঠিক ১০৫ ম্যাচ। সাভিনিওর থ্রো পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি।  

হালান্ডের গোল করার যে গতি তাতে আরও অনেক রেকর্ড যে তার হাতেই ভাঙবে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই বললেই চলে। জার্মান লিগে বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে খেলার সময় ৮৯ ম্যাচে ৮৬ গোল করেছিলেন তিনি। সিটিতে এসে সেই ধারা অব্যাহত রেখেছেন তিনি। এখন পর্যন্ত প্রতি ৮৫ মিনিটে একটি করে গোল করেছেন এই তরুণ স্ট্রাইকার।  

এই মৌসুমে ৫ ম্যাচেই ১০ গোল করে হালান্ড আরও এক কীর্তি গড়েছেন। লিগে এর চেয়ে ভালো শুরু ছিল কেবল ১৯৩০ সালে অ্যাস্টন ভিলার পোঙ্গো ওয়ারিংয়ের। অর্থাৎ ৯৪ বছর আগের কীর্তি মনে করিয়ে দিয়েছেন হলান্ড। এখন পর্যন্ত ক্লাব ক্যারিয়ারে ২৭২ ম্যাচে তার গোলসংখ্যা ২৩৫টি। জাতীয় দলের জার্সিতে করেছেন ৩২ গোল।  

মাত্র ২৪ বছর বয়সেই এত গোল করা রীতিমতো অবিশ্বাস্য। এমনকি মেসি ও রোনালদোর সঙ্গে তুলনাতেও হালান্ড অনেক এগিয়ে। এই বয়সে ৩১৩ ম্যাচে ১১৭টি গোল করেছিলেন রোনালদো। আর ২৭৪ ম্যাচে মেসি করেছিলেন ১৮৪টি। হালান্ডের 'গোলমেশিন' নামটি যে যথার্থ, এই পরিসংখ্যান তার প্রমাণ।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।