ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আবারও বাফুফের নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
আবারও বাফুফের নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন

আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনকে সামনে রেখে আজ নির্বাহী কমিটির সভা আয়োজিত হয়েছে। যেখানে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে মেজবাহ উদ্দিনকে।

সভায় বর্তমান সভাপতি কাজি সালাউদ্দিন সভাপতিত্ব করলেও, প্রেস ব্রিফিং করেছেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য সত্যজিৎ দাস রুপু।  

বাফুফের গত চার নির্বাচনেই নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মেজবাহ। এবারও তার ওপরই আস্থা রাখছে ফেডারেশন। মেজবাহসহ তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহর পাশাপাশি দুই জন নির্বাচন কমিশনার হিসেবে আছেন– এহসানুর রহমান ও সুরাইয়া আক্তার জাহান।  

আবারও মেজবাহকে নির্বাচন কমিশনার করার প্রসঙ্গে রুপু বলেন, ‘গত নির্বাচনগুলোতে তার ভূমিকায় সকলেই সন্তুষ্ট ছিলেন। এবারও তাই তার নামই প্রস্তাব করা হয়েছে। সকলেই এই বিষয়ে একমত হয়েছেন। কেউ আপত্তি করেননি। ’ 

যদিও মেজবাহ ছাড়া আর কারও নাম প্রস্তাব করা হয়নি। আজ বৈঠকে স্বশরীরে উপস্থিত ছিলেন ১০ জন নির্বাহী কমিটির সদস্য। চার জন যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি। বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালম মুর্শেদী পদত্যাগ করেছেন আগেই। বাকি চার সহ-সভাপতির মধ্যে ইমরুল হাসান যোগ দিয়েছেন ভার্চুয়ালি। এছাড়া বাকি তিন সহ সভাপতি কাজী নাবিল, মহিউদ্দিন আহমেদ মহি, আতাউর রহমান ভূঁইয়া মানিক দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন। বাফুফের সঙ্গে বর্তমানে তাদের সম্পর্ক নেই বললেই চলে।

নির্বাচন কমিশন ছাড়াও গঠন করা হয়েছে আপিল কমিশন। আপিল কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ড. মোহাম্মদ জকরিয়াকে। এছাড়া বাকি দুই সদস্য হলেন হারুনুর রশিদ ও মিহির সারোয়ার মোর্শেদ। এদিকে আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।