ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাফুফের ভবন সংস্কারে ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
বাফুফের ভবন সংস্কারে ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন আগামী ২৬ অক্টোবর। নির্বাচনের আগে আজ নির্বাহী কমটির সভা আয়োজিত হয়েছে।

সভা শেষে জানানো হয়, মিডিয়া সেন্টার তৈরি এবং বাফুফে ভবন সংস্কারে ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা।  

এছাড়া কিছু আর্থিক বিষয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তাই দ্রুতই আরেকটি জরুরি সভা করে সেসব অনুমোদনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য সত্যজিৎ দাস রুপু।

ভবন সংস্কারের এই অর্থ এএফসির স্টেডিয়াম প্রজেক্টের আওতায় দেওয়া হবে বাফুফেকে। দ্রুতই মিডিয়া সেন্টার নির্মাণ এবং ভবন সংস্কার কার্যক্রম শুরু হবে।

রুপু বলেন, ‘প্রায় দুই কোটি টাকা পাচ্ছে বাফুফে। পুরো ভবনে যে জায়গা আছে সেটা নতুন করে সাজানোর একটা পরিকল্পনা আছে। আগামীতে আমরা পরিকল্পনা করলে জানানো হবে। ’

‘২৬ তারিখের নির্বাচনের আগে যে এজিএম আছে তার আগে ভালোভাবে উপস্থাপনের জন্য অর্থ কমিটিকে বলেছি উত্থাপনের জন্য। তো অর্থ কমিটি সেটা অনুমোদন দিলে একটি সভার (১২তম সভা) আয়োজন করা হবে। এটা ইমার্জেন্সি সভাও হতে পারে। ’

সভায় ১৩৩ জন কাউন্সিলরের ভোটার তালিকা অনুমোদিত হয়েছে। সেই সঙ্গে নির্বাচন কমিশন গঠন এবং আপিল কমিশন গঠন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।