ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভারতের বিপক্ষে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
ভারতের বিপক্ষে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ সংগৃহীত ছবি

সাফের শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে আসর শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সেমিফাইনালে যেতে হলে ভারতের বিপক্ষে পয়েন্ট পেতে হবে বাংলাদেশকে। নূন্যতম ড্র প্রয়োজন। তবে জয়ের লক্ষ্য নিয়েই খেলবেন বলে জানিয়েছেন দলের ডিফেন্ডার কোহাতি কিসকু।  

আগামীকালের খেলার জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোহাতি। তিনি বলেন, 'আমাদের তো কালকে খেলা, আজকে মিটিং ছিল, এরপর প্র্যাকটিস করলাম। তো কালকে খেলার জন্য আমাদের পজিশন দেখানো হয়; আমরা সেভাবেই খেলব, দেখি কালকে কি হয়। '

সেমিফাইনালে নিশ্চিত করতে ভারতের বিপক্ষে জয়ের জন্য খেলবেন বলে জানিয়েছেন কোহাতি। তিনি বলেন, 'কালকে খেলার ওপর নির্ভর করে আমরা সেমিফাইনালে যেতে পারব কি না। তো আমরা জেতার জন্যই খেলব। চেষ্টা করব ভালো কিছু করার। সবাই ভালো খেলে, আমাদের উইংও ভালো, মিডফিল্ডও ভালো, সত্যি কথা বলতে আমাদের টিমের সবাই প্রস্তুত খেলার জন্য,' যোগ করেন তিনি

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।