ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দুই সিনিয়রকে একাদশে ফেরালেন বাটলার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
দুই সিনিয়রকে একাদশে ফেরালেন বাটলার

সাফের শিরোপা ধরে রাখার মিশনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে ১-১ ড্র নিয়ে আসর শুরু করেছে তারা।

এরপরই বিষ্ফোরক মন্তব্য করেন দলের সিনিয়র ফুটবলার মনিকা চাকমা। তিনি বলেন, সিনিয়র ফুটবলারদের পছন্দ করেন না কোচ পিটার বাটলার।

মনিকার এই মন্তব্যের পর আজ ভারতের বিপক্ষে একাদশে পরিবর্তন এনেছেন বাটলার। দুই সিনিয়রকে মূল একাদশে জায়গা দিয়েছেন তিনি।  

আজ বাংলাদেশ সময় ৫টা ৪৫ মিনিটে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

বাটলারের ঘোষিত একাদশে ফিরেছেন পাকিস্তান ম্যাচে বদলি নামা মারিয়া মান্ডা ও বেঞ্চে থাকা ডিফেন্ডার মাসুরা পারভিন৷ তাদের সঙ্গে থাকছেন আগের ম্যাচে শুরু থেকে খেলা গোলরক্ষক রুপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র এবং জুনিয়র, শিউলি আজিম, সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, তহুরা খাতুন ও আফিদা খন্দকার।  

পাকিস্তান ম্যাচ থেকে বাদ পড়েছেন কোহাতি কিসকু ও স্বপ্না রানী।  

বাংলাদেশের সেমিফাইনালে উঠতে হলে ভারতের বিপক্ষে ৩-০ গোলের কম ব্যবধানে হারতে হবে। কারণ প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়েছে ভারত।

ভাঙ্গনের সুর ভেঙ্গে নিজেদের কতটা একজোট রাখতে পারবেন দলের ফুটবলাররা তা ম্যাচের পারফরম্যান্সই বলে দেবে। আজ নিজেদের সেরাটা দিয়ে খেলার প্রত্যয় জানিয়েছেন দলের অধিনায়ক সাবিনা খাতুন।

ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড: রুপনা চাকমা, মাসুরা পারভিন, শিউলি আজিম, আফিদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।