ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শুরুতেই গঠনতন্ত্রে হাত দিতে চান তাবিথ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
শুরুতেই গঠনতন্ত্রে হাত দিতে চান তাবিথ

আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে শেষ হয়েছে কাজী সালাউদ্দিন অধ্যায়। ১৬ বছর পর বাফুফে পেল নতুন সভাপতি।

বাফুফের নেতৃত্বের ব্যাটন উঠলো তাবিথ আউয়ালের হাতে। নির্বাচিত হয়ে শুরুতেই বাফুফের গঠনতন্ত্রে পরিবর্তন আনার কথা জানিয়েছেন তিনি।

আজ নির্বাচিত হয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন তাবিথ। তিনি বলেন, ‘আমরা সকলে একমত ফুটবলে আমরা সংস্কার আনতে চাই। এ কারণে আমরা শুরুতেই আমাদের কনস্টিটিউশন ও স্ট্রাকচার পুনর্গঠন করার কর্মসূচি গুলো হাতে নেব। একই সঙ্গে ফুটবল যেন চলমান থাকে মাঠে এবং মানটা আরও উচ্চতায় চলে যায় সেটা নিয়েও আমরা কাজ শুরু করতে যাচ্ছি। ’

জুলাইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণ করেছেন বাফুফের নতুন সভাপতি। সকল ফুটবল প্রেমীদের ধন্যবাদ জানিয়ে ফুটবল এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাবিথ বলেন, ‘বিগত জুন জুলাই আগস্ট মাসের বিপ্লবী ছাত্রজনতার অবদানে মুক্ত বাংলাদেশে আজ আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সকল ফুটবল প্রেমীদের, আমাদের নতুনভাবে নির্বাচিত করার জন্য। ’

‘প্রতিটা মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব হলো বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়া। তাই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত কমিটিকে, তারা যে অবদান রেখেছেন.. জনগণের যে  প্রত্যাশা ছিল, সেটা মেটানোর উদ্দেশ্য নিয়ে আমরা আজ থকে কাজ শুরু করছি। ’

নতুন পুরাতন সকলকে একসঙ্গে নিয়ে কাজ করতে চান তাবিথ। সংস্কারের পথে সকলেই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। সকলের মতামত নিয়ে ডেলিগেটদের দেওয়া দায়িত্ব পালন করতে চান তাবিথ। তিনি বলেন, ‘ডেলিগেটরা আমাদের যে দায়িত্ব দিয়েছে, আমরা বিশ্বাস করি কোনো কাজই চ্যালেঞ্জিং নয়। আমরা প্রত্যেকটা চ্যালেঞ্জই মোকাবিলা করব। জনগণের যে প্রত্যাশা সেটা আমরা অবিলম্বে মেটাব। ’

‘আমরা সবসময়ই মনে সবকিছুর মধ্যে সমন্বয় ও পরিবর্তনের দরকার। সেই আঙ্গিকে আমরা মনে করি নতুন ও পুরোনোদের সমন্বয়ে আমরা আগামী দিনে ভালোকিছু কর্মসূচি হাতে নিতে পারব। ’ যোগ করেন তিনি।

দেশের ফুটবলে আধুনিকতার ছোয়া দিতে চান বলে প্রত্যাশা জানিয়েছেন বাফুফের নবনির্বাচিত সভাপতি। সেই সঙ্গে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ গতকাল ম্যাকাওকে ৭-০ গোলে হারিয়েছে, তাদেরও অভিন্দন জানিয়েছেন। তাবিথ বলেন, ‘আমরা আধুনিক ফুটবলের প্রত্যাশা করতে পারি। ফুটবলের মাধ্যমে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার ও খুশি রাখার চেষ্টা করব। একইসঙ্গে বলতে চাই বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ম্যাকওয়ের বিপক্ষে ৭-০ গোলে জিতেছে এটাও একটি আগামী দিনের চিত্র। আমি আশা করি, বাংলাদেশের ফুটবল অবশ্যই জয়লাভ করবে। ’

‘আমি শুভকামনা জানাতে চাই বসুন্ধরা কিংসকে, একটু পর তারা ভুটানে খেলবে। আশা করি তারা জয়লাভ করবে। আগামীকাল আমাদের মেয়েদের ফুটবল সাফে সেমিফাইনাল খেলবে। আমি সব দর্শকদের উনাদের পাশে থাকার আহ্বান জানাই। ’ যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।