ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হালান্ডের আরও এক হ্যাটট্রিক, আইরিশদের গোলবন্যায় ভাসাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
হালান্ডের আরও এক হ্যাটট্রিক, আইরিশদের গোলবন্যায় ভাসাল ইংল্যান্ড

বল পায়ে আলো ছড়ালেন আর্লিং ব্রট হালান্ড। করলেন হ্যাটট্রিক।

তার গোলে কাজখস্তানকে উড়িয়ে দিল নরওয়ে। আরেক ম্যাচে আয়ারল্যান্ডের একই অবস্থা করেছে ইংল্যান্ড। পাঁচ গোলের বড় জয়ে গ্রুপ সেরা হয়েছে তারা।

নেশন্স লিগের গ্রুপ ‘জি’তে গতকাল রাতে কাজখস্তানকে ৫-০ ব্যবধানে হারিয়েছে নরওয়ে। আর গ্রুপ ‘এফ’এ আয়ারল্যান্ডকে সমান ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।  

ঘরের মাঠে নরওয়ের হয়ে শুরুটা করে হালান্ডই। ২৩তম মিনিটে প্রথম গোল করা এই ম্যানচেস্টার সিটি তারকা ৩৭তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করার পর ৭১তম মিনিটে বক্সের বাইরে থেকে শটে হ্যাটট্রিক পূরণ করেন। দলের হয়ে বাকি গোল দুটো করেন আলেকসান্দার সরলথ ও আন্তোনিও নুসা।  

এ নিয়ে ২৫তম হ্যাটট্রিক পূর্ণ করলেন হালান্ড। জাতীয় দলের হয়ে চারটি। বাকি ২১টি হ্যাটট্রিক করেছেন ক্লাবের হয়ে। যার মধ্যে ১১টি ম্যানচেস্টার সিটির হয়ে। পাঁচটি সালসবুর্ক, চারটি বরুশিয়া ডর্টমুন্ড ও একটি করেন মোল্ডার হয়ে।

আরেক ম্যাচে ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমার্ধে কিছু করে দেখাতে পারেনি ইংল্যান্ড। তবে বিরতির পর জ্বলে ওঠে তারা। যার শুরুটা করে হ্যারি কেইন। আয়ারল্যান্ডের বক্সে জুড বেলিংহ্যাম ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন কেইন। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি গর্ডন।

৫৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান গ্যালাঘার। ৭৫তম মিনিটে বদলি হয়ে নামা বোয়েন গোল করে স্কোরলাইন ৪-০ করেন। আইরিশদের জালে শেষ পেরেকটি ঠুকে দেন টেইলর হারউড বেলিস। ৭৯তম মিনিটে হেডে গোলটি করেন তিনি।  

এ নিয়ে ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগের দুই নম্বর গ্রুপের সেরা হয়ে ‘এ’ লিগে ফিরছে ইংল্যান্ড। আর ‘বি’ লিগের তিন নম্বর গ্রুপের সেরা হয়ে ‘এ’ লিগে উঠেছে নরওয়ে।  

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।