ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পেপকে লাল কার্ড, রেফারির ভুল সিদ্ধান্ত

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
পেপকে লাল কার্ড, রেফারির ভুল সিদ্ধান্ত

ঢাকা: পর্তুগালের রক্ষণভাগের খেলোয়াড় পেপকে লালকার্ড দেখিয়ে বহিস্কারের সিদ্ধান্ত ভুল ছিলো বলে দাবি করেছেন কোচ পাওলো বেন্তা।

সোমবার জার্মানির বিপক্ষে ৪-০ গোলে হেরে যাওয়ার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি তিনি।

সেই সঙ্গে পেনাল্টির সিদ্ধান্তকেও ভুল বলে উল্লেখ করেন তিনি।

পেপের বহিষ্কারাদেশকে পক্ষপাতমূলক সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, পেপকে বহিস্কার করা হলো। আমি জানিনা এটা তার খ্যাতির কারণে কিনা।

ম্যাচের ১১ মিনিটে মারিও গোটজেকে ফাউল করায় পেনাল্টির সুযোগ পায় জার্মানিরা। খেলার ৩৭ মিনিটে লাল কার্ড দেখিয়ে বহিস্কার করা হয় পেপকে। পরে ১০ জন নিয়ে ম্যাচের বাকি সময় খেলে ৪-০ গেলে হেরে যায় পর্তুগাল দল।

তবে শুধু রেফারির সিদ্ধান্তকে দায়ী না করে খেলোয়াড়দেরও দায়ী করেছেন বেন্তা। তিনি বলেন, আমাদের খোলোয়াড়রাও ভুল করেছে। শুধু রক্ষণভাগে ভালো খেলা নয়, আক্রমণভাগেও ভালো খেলা উচিত ছিলো তাদের।


বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।