ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিতে চান রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুন ১১, ২০১৪
ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিতে চান রামোস ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৩ কনফেডারেশন কাপের ফাইনালে হারের প্রতিশোধ নিতে চান ডিফেন্ডার সার্জিও রামোস। সেবার ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে স্পেন।



‘আমরা এর আগেও ব্রাজিলের মাটিতে খেলেছি। ফুটবলে সবসময়ই প্রতিশোধ নেয়ার একটি ব্যাপার থাকে। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক চাপ থাকবে স্পেন দলের উপর। সবাই শিরোপার জন্যই খেলবে। কিন্তু একটি বিশ্বকাপ জেতা সত্যিই কষ্টকর। ’ ফিফা.কমকে বলেছেন রামোস।

স্পেন দলকে ব্রাজিলের চাইতে শক্তিশালী মনে করেন ১১৫ ম্যাচের ক্যারিয়ার সমৃদ্ধ এ ডিফেন্ডার। ২০১৩ কনফেডারেশন কাপের ফাইনালে নেইমারের জোড়া গোলের সাথে ফ্রেড একটি গোল করেছিলেন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ১১ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।