ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নবীন নেইমারের সম্ভাবনা দেখছেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জুন ১১, ২০১৪
নবীন নেইমারের সম্ভাবনা দেখছেন ম্যারাডোনা নেইমার

ঢাকা: আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে বিশ্বকাপে ‘খুব বেশি নবীন’ খেলোয়াড় বলেছেন। তবে নেইমারের বিশ্বকাপ উপলক্ষ্যে মাত্রাহীন সম্ভাবনা উপভোগও করেন বলে জানিয়েছেন ফুটবল জাদুকর।



২২ বছর বয়সী নেইমার গত বছরের কনফেডারেশন্স কাপে গোল্ডেন বল জিতেছিলেন। ফাইনালে স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল নেইমাররা। বারো মাস পর আবারো নেইমারের কাঁধে ব্রাজিলের আক্রমণভাগের বিশাল দায়িত্ব পড়েছে। এই দায়িত্ব নিয়েই ষষ্ঠবারের মতো বিশ্বশিরোপা ঘরে নিতে চায় নেইমার।

কিন্তু ম্যারাডোনা মনে করেন সান্তোসের সাবেক এই ফুটবলারের কাছে বিশ্ব টুর্নামেন্ট বেশ বড় প্রভাব ফেলেছে। বার্সেলোনায় খেলা নেইমারের প্রসঙ্গে তিনি বলেন, ‘নেইমার তরুন তবে অসাধারন মেধাবী একজন ফুটবলার। সে কনফেডারেশন্স কাপে তা প্রমানও করেছে। তবে বিশ্বকাপ হাতে নিতে নেইমার খুবই নবীন। ’

২০০৬ সালের বিশ্বকাপে ম্যারাডোনা আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন। এবারে আর্জেন্টিনার কোচের দায়িত্ব পড়েছে আলজান্দ্রো স্যাবেলার হাতে। বর্তমান কোচ সম্পর্কে দেশের হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোলের মালিক বলেন, ‘তিন বছর ধরে স্যাবেলা দলের দায়িত্বে। সে দলকে সামনে এগিয়ে নিতে যথেষ্ট উন্নতি কাজ করেছে। মেসির মতো দলের প্রধান অস্ত্রকে সে পেয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘন্টা, ১১ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।