ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এগিয়ে চিলি, ছাড় দেবে না অস্ট্রেলিয়া

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৪
এগিয়ে চিলি, ছাড় দেবে না অস্ট্রেলিয়া

ঢাকা: ফিফা বিশ্বকাপ-২০১৪ এর চতুর্থ ম্যাচে শুক্রবার দিবাগত ‍রাত ৪ট‍ায় মাঠে নামছে চিলি ও অস্ট্রেলিয়া।
ফুটবল সামর্থ্যের বিবেচনায় এ ম্যাচে পরিস্কারভাবে এগিয়ে চিলি।

তবে ছাড় দেবে না অস্ট্রেলিয়াও।   অ্যালিক্সেস সানচেজের মতো তারকাসমৃদ্ধ দক্ষিণ

আমেরিকার এ দলটির লক্ষ্য প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডের পথে অনেকটা এগিয়ে থাকা।

সামর্থ্যের বিচারে এগিয়ে থাকলেও এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়াও। তিন পয়েন্ট পেতেই তাই মাঠে নামবে সকারুরা।

গ্রুপের ফেভারিট দুই দল স্পেন ও হল্যান্ডের মুখোমুখি হওয়ায় আগে নিজেদের ঝালাই করে নেওয়ার জন্য এ ম্যাচ দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ।
ফেভারিটদের মুখোমুখি হওয়ার আগে নিজেদের আত্মবিশ্বাস তুঙ্গে রাখতে প্রথম খেলাতেই তাই জয় ছাড়া অন্য কিছু ভাবছে না চিলি ও অস্ট্রেলিয়া।

অবশ্য ইতিহাসের বিচারে চিলির পাল্ল‍াই ভারী। কারণ দেশটির অবস্থান ব্রাজিলের পাশেই। তাই ব্রাজিলের পরিবেশও চেনা-জানা। এছাড়া দলে রয়েছেন
অ্যালেক্সিস সানচেজ, মরিসিও পিনিয়া, ফ্যাবিয়ান ওরেয়ানা, এদুয়ার্দো ভারগাসের মতো ইউরোপ মাতানো তারকা ফুটবলার।

তবে কাগজে-কলমেও এগিয়ে চিলি। ফিফা ৠাংকিংয়ে তাদের অবস্থান ১৪-তে আর অস্ট্রেলিয়ার ৬২।

এবারো তাই আক্রমণাত্মক ফুটবল দিয়েই প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা করবেন চিলির কোচ হোর্হে সামপাওলিও।

কিন্তু ফুটবল বিশ্বকাপের মঞ্চে পরিসংখ্যানই শেষ কথা নয়। মাঠের খেলাই বলে দেবে কে সেরা? তাই পরিসংখ্যানকে গুরুত্ব না ‍দিয়ে অস্ট্রেলিয়া তাদের সামর্থ্য জানান দেওয়ার অপেক্ষায়।

এই দলে ইউরোপ মাতানো তারকার ছড়াছড়ি না থাকলেও রয়েছেন টিম কাহিল, জোস কেনেডি, ম্যাথু লেকির মতো তারকা। যাদের সামর্থ্য রয়েছে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেওয়ার।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুন ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।