ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাও পাওলোতে পুলিশ-বিশ্বকাপ বিরোধীদের সংঘর্ষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুন ১২, ২০১৪
সাও পাওলোতে পুলিশ-বিশ্বকাপ বিরোধীদের সংঘর্ষ

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে স্বাগতিক ব্রাজিলের সাও পাওলোতে বিশ্বকাপ বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর এক সাংবাদিক আহত হয়েছে বলে মিডিয়া সূত্রে জানা গেছে।



এছাড়া এক বিদ্রোহীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম।

বিশ্বকাপ বিরোধী বিক্ষাভকারীরা উদ্বোধনী ভেন্যুতে যাওয়া মহাসড়কের কিছু অংশ অবরোধ করার চেষ্টা করছেন।

গ্লোভাল টিভি নেটওয়ার্কের ভিডিও ফুটেজে দেখা যায়, প্রায় ৫০ জন বিক্ষোভকারী ওই মহাসড়ক অবরোধ করার চেষ্টা করছে। দাঙ্গা পুলিশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করছে।

পুলিশ বিক্ষোভকারীদে ওই মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে কোনো হতাহত এবং গ্রেফতারের খবর পাওয়া যায় নি।

বিদ্রোহীরা বলছে, যেখানে উদ্বোধনী অনুষ্ঠান বহবে তা বন্ধ করার জন্য মার্চেই পরিকল্পনা করা হয়েছে। বেশি ব্যয়ে এ বিশ্বকাপের আয়োজনের জন্য ব্রাজিলের অন্যান্য শহরেরও এ বিদ্রোহ চলবে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুন ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।