ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ ফুটবল-২০১৪

শুক্রবারের তিন ম্যাচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৪
শুক্রবারের তিন ম্যাচ

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় দিন শুক্রবার রয়েছে তিনটি ম্যাচ।

এদিন বাংলাদেশ সময় রাত ১০টায় এ গ্রুপের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে ক্যামেরুন ও মেক্সিকো।



এরপর রাত ১টায় শুরু হবে গ্রুপ বি এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও গতবারের রানার আপ হল্যান্ড।

সবশেষে দিবাগত রাত ৪টায় অনুষ্ঠিত হবে একই গ্রুপের অপর দুই দল চিলি ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ।

শুক্রবারের তিন ম্যাচে ছয় দলের ফুটবলাররা হলেন:

স্পেন দল
গোলকিপার: ইকার ক্যাসিয়াস, পেপে রেইনা ও ডেভিড ডি গিয়া।

ডিফেন্ডার: সার্জিও রামোস, জেরার্ড পিকে, রাউল আলবিওল, জাভি মার্টিনেজ, জরদি আলবা, সিজার আজপিলিকুয়েতা ও জুয়ানফ্রান তোরেস।

মিডফিল্ডার: কোকে, জাভি, জাভি অলোনসো, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বাসকুয়েটস, সেস ফ্যাব্রিগাস, সান্তি ক্যাজোরলা, পেদ্রো রুদ্রিগেজ, জুয়ান মাতা ও ডেভিড সিলভা।

স্ট্রাইকার: ফার্নান্দো তোরেস, ডেভিড ভিয়া ও দিয়েগো কস্তা।


হল্যান্ড দল
গোলকিপার: জাসপের সিলেসেন, টিম ক্রুল, মিকেল ভর্ম

ডিফেন্ডার: ড্যালে ব্লাইন্ড, স্টেফান দি ভ্রিজ, ড্যারিল জানমাত, টেরেন্স কঙ্গোলো, ব্রুনো মার্টিন্স ইন্ডি, পল ভারহেগ, রন ভ্লার, জোয়েল ভেল্টম্যান।

মিডফিল্ডার : জর্ডি ক্লাসি, জোনাথন দি গুজম্যান, নাইজেল ডি জং, লেরয় ফার, আর্জেন রবেন, ওয়েসলি স্নেইডার, জর্জিনহো উইজনালডাম।

ফরোয়ার্ড : মেমফিস ডিপে, ক্লাস জান হান্টিলার, ডির্ক কুইট, জেরেমিন লেন্স, রবিন ভ্যান পার্সি

চিলি দল
গোলরক্ষক- ক্লাউদিও ব্রাভো, জনি হেরেরা, পাউলো গার্সেস, ক্রিস্টোফার তোসেল্লি।

ডিফেন্ডার- এনজো আন্দিয়া, মার্কোস গঞ্জালেজ, হোসে রোজাস, গ্যারি মেডেল, মিকো আলবোরনোজ, ইউজেনিও মেনা, হোসে পেদ্রো ফুয়েনজালিদা।

মিডফিল্ডার- পাবলো হার্নান্দেজ, ফেলিপ গুতিয়েরেজ, রদ্রিগো মিলার, ফ্রান্সি্স্কো সিলভা, কার্লোস কারমোনা, চার্লস আরানগুইজ, আরতুরো ভিদাল, গঞ্জালো জারা, মাতিয়াস ফার্নান্দেজ, হোর্হে ভালদিভিয়া, মার্সেলো দিয়াজ, জ্য বুসোজু, মরিসিও ইসলা।

ফরোয়ার্ড- এস্তেবান পারেদেস, গুস্তাভো ক্যানালেস, অ্যালেক্সিস সানচেজ, মরিসিও পিনিয়া, ফ্যাবিয়ান ওরেয়ানা, এদুয়ার্দো ভারগাস।

অস্ট্রেলিয়া দল
গোলরক্ষক- ম্যাথু রায়ান, মিচেল ল্যাঙ্গারাক, ইউজেনে জালেকোভিচ, মার্ক বিরিগিত্তি।

ডিফেন্ডার- কুর্তিস গুড, জেসন ডেভিডসন, ম্যাথু স্পিরানোভিচ, লুক উইকশায়ার, ইভান ফ্র্যাঞ্জিচ, বেইলি রাইট, রায়ান ম্যাকগোয়ান, অ্যালেক্স উইকিনসন।

মিডফিল্ডার- জোশুয়া ব্রিলান্তে, ওলিভার বোজানিচ, মার্ক ব্রেসসিয়ানো, জেমস হল্যান্ড, মাইল জেডিনাক, মার্ক মিলিগান, দারিও ভিদোসিচ, অ্যাডাম সারোতা, ম্যাট ম্যাককে, জেমস ট্রইসি, ম্যাসিমো লুওঙ্গো।

ফরোয়ার্ড- টিম কাহিল, জোস কেনেডি, ম্যাথু লেকি, টমি ওর, টমাস রজিচ, বেন হ্যালোরান, অ্যাডাম ট্যাগার্ট।

মেক্সিকো দল
গোলকিপার: জিসাস করোনা, গুইলারমো ওচোয়া ও আলফ্রেডো তালাভেরা।

ডিফেন্ডার: পাউল আগুইলার, মিগুয়েল লেওন, ফ্রাঞ্চসিসকো রুদ্রিগেজ, রাফায়েল মার্কুয়েজ, হেক্টর মরেনো, আন্দ্রেস গুয়ারদাদো, দিয়েগো রিয়েস ও কার্লোস স্যালসিডো।

মিডফিল্ডার: কার্লোস পেনা, লুইস মন্টেস, জুয়ান কার্লোস মেদিনা, হেক্টর হেরেরা, ইসাক ব্রিজুয়েলা, হোসে জুয়ান ভাজকুয়েজ ও মার্কো ফাবিয়ান।

ফরোয়ার্ড: অরিব পেরাল্তা, জাভিয়ের হার্নান্দেজ, রাউল জিমিনেজ, জিওভানি সান্তোস ও অ্যালান পুলিদো।


ক্যামেরুন দল
ফিয়েডজু (গোলরক্ষক), অ্যাসো একোত্তো, নকোলো, ডিজেগুইয়ে, নকোনকিও, সঙ্গ অ্যা, নিগুয়েমো, মোক্যান্ডজো, ইটাও, আবুবেকার, ম্যাকউন, বেডিমো,  চৌপো, চেডজো, ওবো, ইতানজিডি (গোলরক্ষক), এমবিয়া, ইনো, অলিঙ্গা, সাল্লি,মেটিপ, নেইম,  এনডিজোক (গোলরক্ষক)।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুন ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।