ঢাকা: ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ে সব মনোযোগ একাই কেড়েছেন নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান কোচ লুইস ফিলিপ স্কলারি খেলা শেষে প্রশংসা করলেন রাইট উইঙ্গার ওস্কারের।
ব্রাজিলিয়ান মিডিয়ায় ২২ বছর বয়সী ওস্কারকে নিয়ে নানা আশঙ্কার কথা বেশ জোরালোভাবে সমালোচনা হয়। কিন্তু তার উপর পূর্ণ বিশ্বাস ছিল স্কলারির।
ব্রাজিলকে ২০০২ সালে বিশ্বকাপ জেতানো স্কলারি বলেন, নেইমার ম্যান অব দ্য ম্যাচ হয়েছে, কিন্তু যদি দ্বিতীয় কোনো অ্যাওয়ার্ড থাকতো তবে তা তা প্রাপ্য ছিল ওস্কারের। খেলা শেষে আমাদের পরিসংখ্যান বলছে, ম্যাচে সবচেয়ে বেশি ট্যাকেল এবং বল কাটানোয় ডান পাশে সেই সবচেয়ে বেশি সৃষ্টিশীল ছিল।
তিনি বলেন, সে ছিল চমৎকার। ওস্কার এমন একজন খেলোয়াড় যার উপর সব সময় বিশ্বাস রাখা যায়। মিডিয়া তাকে নিয়ে নানা সংশয় প্রকাশ করেছে। হয়তো তার কিছুটা খারাপ সময় গেছে, কিন্তু আমি তার উপর কখনো বিশ্বাস হারাই নি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলো হারিয়েছে স্বাগতিক দেশ ব্রাজিল।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ১৩, ২০১৪