ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রতিশোধ মানতে নারাজ রোবেন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৪
প্রতিশোধ মানতে নারাজ রোবেন ছবি: সংগৃহীত

ঢাকা: নেদারল্যান্ডসের ফুটবল তারকা আর্জেন রোবেন, ভন পার্সির জোড়া গোল আর স্টিফেন ডি ভ্রিজের গোলে ৫-১ এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে উড়িয়ে দিয়েছে গতবারের রানার্স আপ ডাচরা। বলা চলে ২০১০ সালের ফাইনালে হারের একরমক প্রতিশোধই নিল তারা।



ম্যাচের ৫৩ ও ৮০ মিনিটে গোলের মালিক বলেন, ‘আমরা খুবই খুশি। আমি আমার দলের জন্য গর্ব অনুভব করছি। একটা তরুন দলের মতোই আমরা খেলেছি। ’

তবে ডাচ উইঙ্গার রোবেন মনে করেন, এই জয় গত বিশ্বকাপের কোনো ‘প্রতিশোধ’ নয়। দেশের হয়ে ৭৬ ম্যাচে ২৫ গোল করা রোবেন বলেন, ‘এটি শুধুমাত্র গ্রুপ পর্বের একটি খেলা ছিল। তাই এই জয় কোনো ‘প্রতিশোধ’ না। আমরা শিরোপা জিতিনি, আর এটা ২০১০ সাল নয়। আমরা আমাদের মাথা ঠান্ডা রেখে খেলেছি। ’

ডাচরা গ্রুপ পর্বে পরের ম্যাচে লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৮ জুনের সেই ম্যাচে জেতার জন্য দারুন আত্মবিশ্বাসী রোবেন বলেন, ‘আমরা অনুশীলন চালিয়ে যাব এবং কঠোর পরিশ্রম করব। অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুন প্রস্তুতি নিয়ে মাঠে নামব। আর আমরা আবার নিজেদের প্রমান করে দেখাবো। ’

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘন্টা, ১৪ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।