ঢাকা: ইতালির গোলকিপার গিয়ালুইজি বুফন গোড়ালির ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারছেনা। প্রস্তুতি ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলো বুফন।
তার বদলী হিসাবে ইতালির গোল পোস্ট রক্ষার দায়িত্বে মাঠে নামবেন সালভাতোরে সিরিগু।
৩৬ বছর বয়সী এ গোলকিপার শুক্রবার প্র্যাকটিস সেশনে থেকে উনজুরির কারিণে তাড়াতাড়ি উঠে যান। তবে তিনি আশা প্রকাশ করেছিলেন শনিবার বিকেলের আগেই সেরে উঠবেন। কিন্তু পরে কোচ চেজার প্রানদেল্লির সঙ্গে কথা বলে প্রথম ম্যাচে না খেলার সিদ্ধান্ত নেন।
কোচ অবশ্য বলছেন এটা কোনো সিরিয়াস ইনজুরি নয়।
বুফন তার ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজে না খেলার জন্য ফিট নয় বলে নিশ্চিত করেছেন।
বুফন তার ফ্যান পেজে লিখেছেন, "Good day everyone... Life is beautiful and I am still in your debt... It will take more than one missed game or one missed World Cup to change my mind!"
এখন দেখোর বিষয় ইতালি তাদের নিয়মিত গোলকিপার ছাড়া কতটা চাপে রাকতে পারে ইংল্যান্ডকে।
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৪