ঢাকা: বিশ্বকাপের ২০তম আসর অথাৎ ব্রাজিল বিশ্বকাপে শুরু হলো এশিয়ার পদচারণা। আর এ বিশ্বকাপে নিজেদের ও এশিয়ার প্রথম ম্যাচের ১৬ মিনিটে হোন্ডার গোলে ১-০ তে এগিয়ে গেছে জাপান।
রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় জাপানের খেলার মধ্য দিয়ে এবারের আসরের প্রথম কোনো এশিয়ান দলের খেলা শুরু হয়েছে। খেলায় জাপানের প্রতিপক্ষ আইভরিকোস্ট।
এশিয়াবাসীর জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ। তারপর আবার জাপান রয়েছে এগিয়ে।
আর বিশ্লেষকদের ভাষায় এ ম্যাচটি হবে বিশ্বকাপের এ পর্যন্ত সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা।
আর এ গুরুত্বপূর্ণ ম্যাচে এশিয়ার জয়ই কাম্য সবার।
জাপান ও আইভরিকোস্ট দুই দলই এ ম্যাচে খেলবে আক্রমনাত্মক ফুটবল। এক দিকে আইভরিকোস্টের বুড়ো দ্রগবার জাদুর অপেক্ষা অন্যদিকে জাপানের সমন্বয় ফুটবল। এ দুয়ের মধ্যে লড়াইটা বেশ জমে উঠবে এ ম্যাচে।
তাই বিশেজ্ঞদের মতে, এ ম্যাচে এগিয়ে রাখার মতো কাউকে না পাওয়া গেলেও খানিকটা এগিয়ে থাকছে যে আইভরিকোস্টই তাই ধরে নেওয়া হচ্ছে।
তবে বিশেজ্ঞদের মতে এ ম্যাচে আসতে পারে ব্রাজিল বিশ্বকাপের প্রথম ড্রও।
এ ম্যাচে আইভরিকোস্টের অন্যতম সেরা তারকা খেলোয়াড় দিদিয়ে দ্রগবাকে ছাড়াই মূল একাদশ ঘোষণা করা হয়েছে। তাকে রাখা হয়েছে বদলি খেলোয়াড় হিসেবে।
অন্যদিকে জাপান তাদের সেরা একাদশই মাঠে নামাচ্ছে।
আইভরি কোস্ট একাদশ
বুবাকার ব্যারি (১), আর্থার বোকা (৩), দিদিয়ার জোকোরা (৫), সের্গে অরিয়ার (১৭), বামবা সুলাইমান (২২), ইসমায়েল চেইক টিটো (৯), ইয়া তোরে (১৯), জিওফ্রে সেরে ডাই (২০), সলোমন কালু (৮), গারভিনহো (১০), উইলফ্রাইড বনি (১২)।
কোচ: লামুসি সাবর্ড়ি (ফ্রান্স)।
জাপান একাদশ
ইজি কাশিমা (১), আতসুতো উচিদা (২), ইউন্তু নাগাতোমো (৫), মাসাতো মরিশিগে (৬), মায়া ইয়োশিদা (২২), কেইসুক হোন্ডা (৪), শিনজি ওকাজাকি (৯), শিনজি কাগাওয়া (১০), হোতারু ইয়ামাগুচি (১৬), মাকোতো হাসেবে (১৭), ইউয়া ওসাকো (১৮)।
বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৪