ঢাকা: খেলা শুরুর প্রথম দিকে ভালো খেলেও শেষ ভালো করতে পারেনি সূর্যদয়ের দেশ জাপানের খেলোয়াড়রা। ব্রাজিলের রেসিফির আরেনা পের্নামবুকো স্টেডিয়ামে শুরু থেকে কোত দি ভোয়া বা আইভরি কোস্টের খেলায় ছন্দের দেখা মিললেও ব্ল সামুরাইদের বলে সেটা দেখা যায়নি।
আর এই সুযোগ নিয়ে-ই শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে কোত দি ভোয়া।
এ দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে একধাপ এগিয়ে গেল আফ্রিকার এই দেশটি।
খেলার ১৬ মিনিটে জাপানের হয়ে গোলটি করেন কেইসুক হোন্ডা। হোন্ডার গোলে জাপান কিছুটা আত্মবিশ্বাসী হয়ে খেললেও পিছু হটেনি ‘বিব্রত’ আইভরি কোস্ট।
কিন্তু দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে দ্রগবা মাঠে নামতেই যেন গর্জে উঠলো আইভরিয়ানরা! মাত্র ২ মিনিটের ব্যবধানে পর পর দুটি গোল দিয়ে ২-১ গোলে এগিয়ে যায় তারা।
খেলার ৬৪ ও ৬৬ মিনিটে পরপর দুই গোল করেন উইলফ্রাইড বনি ও শিনজি কাগাওয়ার।
বিশ্বকাপের মঞ্চে কোনো আফ্রিকান দলের কাছে এই প্রথম এশিয়ার দেশ জাপানের হার। অবশেষে এশিয়ানদের হতাশ করে শেষ ভালোতে পৌঁছাতে পারেনি এ অঞ্চলের অন্যতম উদীয়মান শক্তি জাপান।
** ২-১ গোলে জিতলো দ্রগবার আইভরিকোস্ট
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৪