ঢাকা: বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ের যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে পর্তুগিজরা।
খেলার ৫ মিনিটের মাথায় নানির গোলে এগিয়ে যায় রোনালদো বাহিনী।
প্রথমার্ধের ১৩ মিনিটে ক্লিন্ট দেম্পশের শট গোল পোস্টের সামান্য উপর দিয়ে যাওয়ায় কোনো বিপদ ঘটেনি।
তবে খেলার ২৭ মিনিটে দেম্পশের ডান পায়ের আরেকটি শট অনেকটা বিপদ হওয়ার মতো ছিলো।
যুক্তরাষ্ট্রের গোলরক্ষক অত্যান্ত দক্ষতার সঙ্গে নানিন একটি শট হালকা হাতের ছোয়ায় বাইরে পাঠিয়ে না দিলে ২-০ গোল এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করতো পারতো পর্তুগাল।
নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া হয়ে নতুন রণ কৌশলে মাঠে নেমেছে পর্তুগাল।
এ ম্যাচে জয় পেলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা টিকে থাকবে পর্তুগালের। আর যদি যুক্তরাষ্ট্র জয় পায় তাহলে তাদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগাল ৪-০ হেরে যায় জার্মানির কাছে। অন্যদিকে ঘানাকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার ভোর ৪টায় ব্রাজিলের মানাউস শহরের এরিনা অ্যামাজোনিয়া মাঠে মুখোমুখি হয়েছে দু’দল।
দু’দলের মধ্যকার লড়াইয়ে বিশ্বকাপে তাদের সর্বশেষ সাক্ষাত হয়েছিল ২০০২ সালের দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে। হাড্ডাহাড্ডি সেই লড়াইয়ে যুক্তরাষ্ট্র জিতেছিল ৩-২ গোলে। এক জোড়া আত্মঘাতী গোল হয়েছিল সে ম্যাচটিতে। ফলে আজকের ম্যাচে যুক্তরাষ্ট্রের গাঁযে সেঁটে গেছে ফেভারিটের তকমা।
বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৪