ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের মতো শেষ ম্যাচে জ্বলে উঠতে চায় আর্জেন্টিনাও

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
ব্রাজিলের মতো শেষ ম্যাচে জ্বলে উঠতে চায় আর্জেন্টিনাও

ঢাকা: গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল ফিরেছে তার চিরচেনা রূপে। নেইমারের জোড়া গোলে তারা ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ক্যামেরুনকে।



ঠিক তেমনি আর্জেন্টিনাও বুধবার রাত ১০টায় তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিরচেনা রূপে ফিরতে মরিয়া। হাই প্রোফাইল এ ম্যাচের আগে ২ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ৬ ও নাইজেরিয়ার পয়েন্ট ৪।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইরানের সঙ্গে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে এসে গোল পয়েছে। সে ম্যাচে মেসি, ডি মারিয়া, হিগুইনরা একাধিকবার বলে শট নিলেও ভাগ্যদেবীর সহায়তা মেলেনি।

তার আগে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া হার্জেগোভিনাকে ২-১ পরাজিত করে সাবেয়ার শিষ্যরা। তবে ব্রাজিল বিশ্বকাপে প্রত্যাশিত বড় জয় এখনও অধরা তাদের।

আর তাই নাইজেরিয়ার সঙ্গে গ্রুপের শেষ ম্যাচে ভাগ্য বদল করতে একটু বেশিই সিরিয়াস মেসি বাহিনী।

আর আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা তো খুব করেই চাচ্ছেন একটি বড় জয়।

আর আর্জেন্টিনার একটি বড় জয়ই পারে দলকে আবার জাগিয়ে তুলতে। মেসি তার ২৭তম জন্মদিনের পরদিন মাঠে নেমে এবার সত্যিকারের ‘মেসি যাদু’ দেখাবেন-- এখন সেই অপেক্ষায় সারা বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইন সমর্থক।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।