ঢাকা: বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আলজেরিয়া। ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন আলজেরিয়ার প্লেমেকার ফেঘুলি।
পেনাল্টি থেকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি আলজেরিয়ার ১০ নম্বর জার্সিধারী ফেঘুলি।
এর আগে খেলার শুরু থেকেই তারকাপূর্ণ বেলজিয়ামকে চাপে রেখে বল পজেশনে এগিয়ে থাকে আলজেরিয়া।
৮ মিনিট পর্যন্ত কোনো দলই বিপক্ষ দলের গোলবারে একটিও শট নিতে পারেনি। এসময় পর্যন্ত আলজেরিয়া ৫৪ শতাংশ বলের দখল রাখে মাঠে।
খেলার ১০ মিনিটে মিডফিল্ডার হ্যাজার্ড, ডি ব্রাউন ও নেসার চাদলির সমন্বয়ে আক্রমণে যায় বেলজিয়াম। তবে আলজেরিয়ার রক্ষণভাগ সহজেই সে আক্রমণ প্রতিহত করে।
এরপর বেলজিয়াম মাঝমাঠের নিয়ন্ত্রণ ফিরে পায়। ১৮ মিনিটে বাইটেন দূর থেকে শট নিয়ে গোল করার চেষ্টা করেন, কিন্তু আলজেরিয়ার ডিফেন্ডারের পায়ে লেগে বল মাঠের বাইরে চলে যায়।
২১ মিনিটে অ্যাক্সেল উইটসেলের জোরালো শট রুখে দেন আলজেরিয়ার গোলরক্ষক। উইটসেলের এ শটটিই ম্যাচের প্রথম অনশট।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাজিলের বেলো হরিজন্তের এস্তাদিয়ো মিনেইরো স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।
আলজেরিয়া একাদশ
রাইস মা’বোলহি (২৩), মজিদ বুঘেরা (২), ফৌজি গুলাম (৩), রফিক হালিচ (৫), মেহদি মোস্তেফা (২২), সোফিনে ফেঘুলি (১০), কার্ল মেদিয়ানি (১২), নাবিল বেনতালেব (১৪), সাফির তাইদার (১৯), রিয়াদ মাহরেজ (২১), হিলাল সৌদানি (১৫)।
কোচ: হালি হদিস বাহিত (বাহরাইন)।
বেলজিয়াম একাদশ
থিবাউত কৌতোয়েস (১), টবি আল্ডারউইরলেড (২), ভিন্সেন্ট কোম্পানি (৪), ইয়ান ভারটনগেন (৫), ড্যানিয়েল ভ্যান বাইটেন (১৫), অ্যাক্সেল উইটসেল (৬), কেভিন ডি ব্রাউন (৭), ইডেন হ্যাজার্ড (১০), মুসা ডেম্বেলে (১৯), নেসার চাদলি (২২), রোমেলু লুকাকু (৯)।
কোচ: উইলমটস মার্চ (বেলজিয়াম)।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৪