ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হলুদ কার্ডে ছিটকে পড়লেন কাহিল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
হলুদ কার্ডে ছিটকে পড়লেন কাহিল

ঢাকা: টানা দুই ম্যাচে হলুদ কার্ড হজম করায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলার সুযোগ পাবেন না সকারু স্ট্রাইকার টিম কাহিল।

চিলির বিপক্ষে প্রথম ম্যাচে হলুদ কার্ড খাওয়ার পর বুধবার নেদারল্যান্ডের বিপক্ষেও তাকে হলুদ কার্ড সংকেত দেখান রেফারি।

এই ম্যাচে মার্টিনিজ ইন্দিকে ফাউল করায় এমন শাস্তি পেতে হলো তাকে।

গ্রুপ পর্বে আগামী ২৩ জুন স্পেনের বিপক্ষে মাঠে নামবে তার দল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া যদি দ্বিতীয় পর্বে উঠার সুযোগ পায়, তবে বিশ্বকাপে আরও ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন এ স্ট্রাইকার। অন্যথায় বুধবারের ম্যাচই বিশ্বকাপে বিশ্বকাপে কাহিলের শেষ ম্যাচ।

প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ৩-১ গোলে হারে সকারুরা। ওই ম্যাচে দলের পক্ষে একমাত্র গোল করেন কাহিল। বুধবারের ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ। এ গোলটিও করেন কাহিল।  

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।