ঢাকা: বিশ্বকাপের ২০তম আসরের নকআউট পর্ব থেকে বিশেষ ‘গোল্ডেন বুট’ পায়ে খেলবেন ব্রাজিল ফুটবল দলের ‘পোস্টার বয়’ খ্যাত স্ট্রাইকার নেইমার।
হালের এ শ্রেষ্ঠ ফুটবলারের জন্য বিশেষ এ বুট তৈরি করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি।
নকআউট পর্বের শুরুতে বুটটি উন্মুক্ত করা হবে।
পর্তুগিজ ভাষায় এ বুটকে ‘সনহো দৌঁড়াদো’ নামে ডাকা হয়। ‘সনহো দৌঁড়াদো’র মর্মার্থ, আশা প্রকাশ করা হয়, ব্রাজিলবাসীর জন্য কাঙ্ক্ষিত ষষ্ঠবারের বিশ্বকাপ এনে দেবেন নেইমার।
কেমন দেখতে হবে বুটটি সেটা বলা না হলেও নাইকির পক্ষ থেকে বলা হচ্ছে, এটি তৈরিতে বিশেষ আকর্ষণীয় সোনার রং ব্যবহার করা হয়েছে।
এ বুটের ধাতব স্বর্ণের রং নেইমারকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেবে এবং তিনিই একমাত্র ফুটবলার যিনি এ ধরনের বুট ব্যবহার করবেন। বিশেষ এ বুট নেইমারের বিশেষত্বও প্রকাশ করবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৪