ঢাকা: ব্রাজিলে চলছে ফুটবল বিশ্বকাপ। আর বিশ্বকাপ এলেই মনে পড়ে ছেলেবেলায় ‘নাম-দেশ-ফুল-ফল’ খেলার স্মৃতি।
সাধারণ সময়ে এ খেলায় নামগুলি হতো বৈচিত্র্যহীন, বাঙালি-মুসলমান নামে নামে ভরে উঠতো খাতার পাতা। কিন্তু বিশ্বকাপ এলেই খেলাটিতে আসতো বৈচিত্র্য। ভিন্ন ভিন্ন নামের বাহার! অথবা একই ধরনের নাম, একটু উল্টে, আগেরটা পরে, পরেরটা আগে আনলেই বদলে যেত মানুষটির চেহারা, বদলে যেত তার দেশ।
এবারের বিশ্বকাপে ৩২ দেশের ৭৩৬ জন খেলোয়াড় মাঠে খেলছেন। তাদের নাম ও দেশ ভিন্ন, গায়ের রঙ, জাতি বা ধর্মও ভিন্ন। কিন্তু এর মাঝেও কারও কারও নামে রয়েছে অদ্ভূত মিল। আবার একই নামের বেশ কয়েকজন খেলোয়াড় আলাদা আলাদা দেশকে প্রতিনিধিত্ব করছেন।
একই ধরনের নাম বা একই নামে যেসব খেলোয়াড় এবারের বিশ্বকাপ আসরে বল নিয়ে মাঠ মাতাচ্ছেন তাদের তালিকা বাংলানিউজের পাঠকদের জন্য তুলে দেওয়া হলো। (শুধুমাত্র নামের যে অংশ দিয়ে খেলোয়াড়রা নিজ দেশে পরিচিত সেই নামগুলোকেই বিবেচনায় নেওয়া হয়েছে)
যেমন- দিয়েগো কস্তা, ব্রাজিলে জন্ম নেওয়া এই স্ট্রাইকার খেলছেন স্পেনের হয়ে। কস্তা নামে পর্তুগালেও আছে একজন ডিফেন্ডার। রড্রিগেজ নামের খেলোয়াড় রয়েছেন ৫/৬টি দেশের স্কোয়াডে। একইভাবে সিলভা, কাহিল, রামিরেজ, পেরেইরা নামে বিভিন্ন দেশের খেলোয়াড় এবারের বিশ্বকাপে খেলছেন।
একই ধরনের নামের তালিকা:
সিলভা:
চিলি: ফ্রান্সিসকো সিলভা (মিডফিল্ডার), ব্রাজিল: থিয়াগো সিলভা (ডিফেন্ডার), স্পেন: ডেভিড সিলভা (অ্যাটাকার) উরুগুয়ে: মার্টিন সিলভা (গোলরক্ষক)
কাহিল:
অস্ট্রেলিয়া: টিম কাহিল (স্ট্রাইকার), ইংল্যান্ড: গ্যারি কাহিল (ডিফেন্ডার),
ডায়াজ:
চিলি: মার্সেলো ডায়াজ (মিডফিল্ডার), কোস্টারিকা: জুনিয়র ডায়াজ (ডিফেন্ডার)
তোরে:
আইভরি কোস্ট: কোলো তোরে (ডিফেন্ডার), ইয়াইয়া তোরে (মিডফিল্ডার)
ভ্যালেন্সিয়া:
ইকুয়েডর: এনার ভ্যালেন্সিয়া (স্ট্রাইকার), অ্যান্তোনিয়ো ভ্যালেন্সিয়া (মিডফিল্ডার)
মার্টিনেজ:
স্পেন: জাবি মার্টিনেজ (ডিফেন্ডার), ইকুয়েডর: ফিদেল মার্টিনেজ (মিডফিল্ডার), হন্ডুরাস: মারিও মার্টিনেজ (মিডফিল্ডার), রনি মার্টিনেজ (ফরোয়ার্ড)
আয়ো:
ঘানা: আন্দ্রে আয়ো (ফরোয়ার্ড), জর্ডান আয়ো (মিডফিল্ডার)
বোয়াটেং:
ঘানা: কেবিন প্রিন্স বোয়াটেং (মিডফিল্ডার), জার্মান: জেরোমি বোয়াটেং (ডিফেন্ডার)
গার্সিয়া:
হন্ডুরাস: বোনিয়েক গার্সিয়া (মিডফিল্ডার), জুয়ান কার্লোস গার্সিয়া (ডিফেন্ডার)
প্যালাসিওস:
হন্ডুরাস: উইলসন প্যালাসিওস, জেরি প্যালাসিওস (মিডফিল্ডার)
লোপেজ:
হন্ডুরাস: লুইস লোপেজ (গোলরক্ষক), স্পেন: দিয়েগো লোপেজ (গোলরক্ষক)
রড্রিগেজ:
মেক্সিকো: ফ্রান্সিসকো রড্রিগেজ (ডিফেন্ডার), স্পেন: পেড্রো রড্রিগেজ (ফরোয়ার্ড), সুইজারল্যান্ড: রিকার্ডো রড্রিগেজ (ডিফেন্ডার), উরুগুয়ে: ক্রিস্টিয়ান রড্রিগেজ (মিডফিল্ডার), কলাম্বিয়া: জেমস রড্রিগেজ (মিডফিল্ডার), আর্জেন্টিনা: ম্যাক্সি রড্রিগেজ)
এদুয়ার্দো:
পর্তুগাল: এদুয়ার্দো (গোলরক্ষ), ক্রোয়েশিয়া: এদুয়ার্দো (স্ট্রাইকার)
কস্তা:
পর্তুগাল: রিকার্দো কস্তা (ডিফেন্ডার), স্পেন: দিয়েগো কস্তা (স্ট্রাইকার)
আলভেস:
পর্তুগাল: ব্রুনো আলভেস (ডিফেন্ডার), ব্রাজিল: দানি আলভেস (ডিফেন্ডার)
পেরেইরা:
পর্তুগাল: জোয়াও পেরেইরা (ডিফেন্ডার), উরুগুয়ে: মক্সিমিলিয়ানো পেরেইরা (ডিফেন্ডার), আলভারো পেরেইরা (মিডফিল্ডার)
রামিরেজ
উরুগুয়ে: গাস্তন রামিরেজ (মিডফিল্ডার), ব্রাজিল: রামিরেজ (মিডফিল্ডার)
জোন্স
যুক্তরাষ্ট্র: জার্মেইন জোন্স (মিডফিল্ডার), ইংল্যান্ড: ফিল জোন্স (ডিফেন্ডার)
গঞ্জালেজ
যুক্তরাষ্ট্র: ওমর গঞ্জালেজ (ডিফেন্ডার), উরুগুয়ে: আলভারো গঞ্জালেজ (মিডফিল্ডার)
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জুন ১৯, ২০১৪