ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের বাজি হেরে আত্মহত্যা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
বিশ্বকাপের বাজি হেরে আত্মহত্যা

ঢাকা: বিশ্বকাপের বাজি ধরে তিন হাজার ডলারের বেশি অর্থ হেরে গিয়ে আত্মহত্যা করেছেন এক চীনা কলেজ ছাত্র।

মঙ্গলবার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, প্রাথমিকভ‍াবে নিহত ওই ছাত্রের নাম লিন বলে জানা গেছে।

কলেজ ভবনের সাত তলা থেকে লাফ দেন লিন।

লিনের সহপাঠীরা জানান, লাফ দেওয়ার আগে লিন মোবাইল ফোনে কাউকে বলছিলেন ‘আমাকে চাপ দিওনা, দু’দিন সময় দাও আমি তোমার সব টাকা ফেরৎতদেব। ’ ১০ মিনিটের বেশি সময় মোবাইল ফোনে কথা বলার পরে দিশাহারা হয়ে লিন সাত তলা থেকে লাফ দেন।



দ্রুত উদ্ধার করে দক্ষিণ প্রদেশের গাংডং পানু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

লিনের অন্য এক সহপাঠী জানান, আমরা শুনেছিলাম উচ্চহারে সুদসহ ফেরত দেওয়ার শর্তে প্রায় ২০ হাজার ইয়ান ঋণ নিয়ে বিশ্বকাপের বিভিন্ন খেলায় বাজি ধরেছিলেন লিন।


বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।